১ কিলোমিটার রাস্তা চুরি হয়েছে, জমা পড়ল অভিযোগ

পঞ্চায়েত (Panchayat) অফিসের এক কর্তা জানিয়েছেন, নিখোঁজ রাস্তা নিয়ে একটি অভিযোগ জমা পড়েছে অফিসে। প্রায় ছয় মাস আগে দশ লক্ষ টাকা খরচ করে ওই রাস্তা তৈরি করা হয়েছিল।

১ কিলোমিটার রাস্তা চুরি হয়েছে, জমা পড়ল অভিযোগ
ছবি টুইটার
Follow Us:
| Updated on: Jul 03, 2021 | 1:11 AM

মধ্যপ্রদেশ: উদ্ভট ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। রাজ্যের সিধি জেলার প্রত্যন্ত গ্রামে এক কিলোমিটার রাস্তা (Road) রাতারাতি অদৃশ্য হয়ে গেছে বলে জানা গিয়েছে। এই মর্মে মাঞ্জলি থানায় অভিযোগ দায়ের করলেন গ্রামবাসীরা। রাস্তা চুরির এমন উটকো অভিযোগ এর আগে কোনও দিন জমা পড়েনি বলে জানিয়েছে পুলিশ।

পঞ্চায়েত অফিসেও অভিযোগ জানান গ্রামবাসীরা। পঞ্চায়েত অফিসের এক কর্তা জানিয়েছেন, নিখোঁজ রাস্তা নিয়ে একটি অভিযোগ জমা পড়েছে অফিসে। প্রায় ছয় মাস আগে দশ লক্ষ টাকা খরচ করে ওই রাস্তা তৈরি করা হয়েছিল। তবে জিনিসপত্র খারাপ দেওয়ার কারণেই রাস্তাটি নষ্ট হতে শুরু করে। এরপর বর্ষাকাল এলে ভারি বৃষ্টিতে রাস্তাটি একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়।

অন্যদিকে, থানায় অভিযোগ জমা পড়তেই বিস্মিত হয়ে যান অনেকে। ডেপুটি সরপঞ্চ রমেশ কুমার বলেন, আগে রাস্তাটি ভাল অবস্থায় ছিল। তবে আজ সকালে রাস্তাটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তাই থানায় ও পঞ্চায়েত অফিসে অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা।

স্থানীয় বিজেপি নেতা অখিলেশ পাণ্ডে দাবি করেন, কেন রাস্তাটি অদৃশ্য হয়ে গেল তার জন্য তদন্ত করতে হবে। অন্যদিকে, পঞ্চায়েত অফিসের একাধিক কর্তা জানিয়েছেন, রাস্তাটি আদতে বানানোই হয়নি। এই বিষয়ে বড়সড় দুর্নীতি হয়েছে। রাস্তাটি না বানিয়ে বাজেটে তার খরচ দেখানো হয়েছে।

আরও পড়ুন: জেল থেকে বেরিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব অখিল গগৈ