AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জেল থেকে বেরিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব অখিল গগৈ

তার মতে ইউপিএ ও এনআইএ-কে অপব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। এর আগে অখিল গগৈর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু হয়েছিল। সেই সময় কড়া পদক্ষেপ করে অসম সরকার (Assam Government)।

জেল থেকে বেরিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব অখিল গগৈ
অখিল গগৈ
| Updated on: Jul 03, 2021 | 12:27 AM
Share

গুয়াহাটি: জেল থেকে মুক্তি পেয়েই সবর অসমের (Assam) নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের নেতা অখিল গগৈ (Akhil Gogoi)। জেলে থাকা অবস্থায় বিধানসভা ভোটে শিবসাগর কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এরপর ওই কেন্দ্রের বিধায়ক হন। ২০১৯ সালে সিএএ-র বিরোধিতা করেছিলেন অখিল। সেই সময় আরও কয়েক জনের সঙ্গে গ্রেফতার করা হয় তাকে।

তার মতে ইউপিএ ও এনআইএ-কে অপব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। এর আগে অখিল গগৈর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু হয়েছিল। সেই সময় কড়া পদক্ষেপ করে অসম সরকার। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) অখিলের বিরুদ্ধে তদন্তে নেমেছিল। কিন্তু উপযুক্ত তথ্যপ্রমাণ পাওয়া যায়নি অখিলের বিরুদ্ধে। শেষ পর্যন্ত মুক্তি পান তিনি।

ইতিমধ্যেই জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) বিশেষ বিচারক প্রাঞ্জল দাস এই মামলায় অখিল গগৈ এবং তাঁর তিন সঙ্গী ধৈর্য্য কোঁয়ার, মানস কোঁয়ার এবং বিট্টু সোনোয়ালকে নির্দোষ ঘোষণা করেছেন। তার প্রমাণ তিনি নিজেই। জেল থেকে বেরিয়ে তিনি সাফ জানান, জাতীয় তদন্তকারী সংস্থা এখন তদন্ত করে না। তারা কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক পুতুল। তিনি আরও বলেন, আগামী দিনে বিধানসভায় গিয়ে তিনি সিএএ-র বিরোধিতা করবেন।

আরও পড়ুন: জেপি নাড্ডার কাছে পদত্যাগপত্র পাঠালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী