Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tamil Nadu Rupee Symbol: ‘হাজার কোটি টাকার দুর্নীতির থেকে নজর ঘোরাতেই এই প্রয়াস, নতুন কিছু দেখানোর নেই’, ‘রুপি’ বিতর্কে স্ট্যালিনকে এক হাত রেড্ডির

Tamil Nadu Rupee Symbol: বিতর্কের সূত্রপাত হয়েছে, জাতীয় শিক্ষা নীতির বিরোধিতা নিয়ে। প্রথম থেকেই কেন্দ্রের জাতীয় শিক্ষা নীতির বিরোধিতা করে আসছে তামিলনাড়ু সরকার।  সেই বিতর্কের পারদ চড়ে, যখন তামিলনাড়ুর বাজেট লোগোয় বদলে দেওয়া হয় ভারতীয় মুদ্রার প্রতীক চিহ্ন ‘রুপি’কে।

Tamil Nadu Rupee Symbol: 'হাজার কোটি টাকার দুর্নীতির থেকে নজর ঘোরাতেই এই প্রয়াস, নতুন কিছু দেখানোর নেই', 'রুপি' বিতর্কে স্ট্যালিনকে এক হাত রেড্ডির
স্ট্যালিনকে তোপ রেড্ডিরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Mar 14, 2025 | 10:09 PM

নয়া দিল্লি: “আসলে এম কে স্ট্যালিনের নেতৃত্বে গঠিত ডিএমকে সরকারের নতুন করে দেখানোর কিছু নেই। এখন তাই ওঁর সরকার কেবল মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন।”  ‘রুপি’ বিতর্কে ঠিক এই ভাবেই  তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ জি কিষাণ রেড্ডি।

বিতর্কের সূত্রপাত হয়েছে, জাতীয় শিক্ষা নীতির বিরোধিতা নিয়ে। প্রথম থেকেই কেন্দ্রের জাতীয় শিক্ষা নীতির বিরোধিতা করে আসছে তামিলনাড়ু সরকার।  সেই বিতর্কের পারদ চড়ে, যখন তামিলনাড়ুর বাজেট লোগোয় বদলে দেওয়া হয় ভারতীয় মুদ্রার প্রতীক চিহ্ন ‘রুপি’কে। জাতীয় রাজনীতিতে এই বিষয়টা তুমুল চর্চা শুরু হয়।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীর তোপের মুখে পড়েন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “তামিলনাড়ুতে সরকার গঠনের পর থেকে প্রায় চার বছরে, স্টালিনের অধীনে ডিএমকে ব্যাপক দুর্নীতি  করেছে। আর সেটা দেখানো ছাড়া আর কিছুই জনগণকে দেখাতে পারেনি। আইন-শৃঙ্খলার ব্যাপক ব্যর্থতা, কর ও বিদ্যুতের দাম বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে জনগণকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে।”

তামিলনাড়ুতে মদ সরবরাহকারী সংস্থাগুলির বিরুদ্ধে ইডি তদন্তে নেমেছে। তাতে এখনও পর্যন্ত হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতির তথ্য সামনে এসেছে।  ‘রুপি’ বিতর্ক প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, আসলে এই হাজার কোটি টাকার দুর্নীতির থেকে মানুষের নজর ঘোরাতেই এহেন নানাবিধ কাজ করছেন ডিএমকে প্রধান।

জাতীয় শিক্ষা নীতির বিরোধিতা নিয়েও ডিএমকে প্রধানের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। রেড্ডির বক্তব্য, “জাতীয় শিক্ষা নীতিকে কলঙ্কিত করার জন্য ডিএমকে সবসময়েই সচেষ্ট।” জাতীয় শিক্ষা নীতি ২০২০ আসলে জাতীয় শিক্ষা নীতি ১৯৮৬-র ওপর ভিত্তি করেই বাস্তবায়িত।

প্রসঙ্গত, ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির অন্তর্গত তিন ভাষা নীতিতে বলা হয়েছে, ছাত্রছাত্রীরা তিনটি ভাষা বাধ্যতামূলক ভাবে শিখবে— ইংরেজি, হিন্দি এবং স্থানীয় ভাষা। তামিলনাড়ু-সহ দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্যেই দু’টি ভাষা শিক্ষা বাধ্যতামূলক, এক ইংরেজি এবং দ্বিতীয়, স্থানীয় ভাষা। তিন ভাষা নীতি প্রয়োগের মাধ্যমে হিন্দি শিক্ষা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে স্ট্যালিনের দল ডিএমকে।

আর এই ইস্যুতে বিধানসভা বাজেট অধিবেশনেও সুর চড়ায় ডিএমকে। কেন্দ্রের বিরুদ্ধে দক্ষিণ ভারতের রাজ্যগুলির ওপর বঞ্চনার অভিযোগ তোলেন তামিলনাড়ুর অর্থমন্ত্রী। তিনি অধিবেশনে বলেন,  ‘সমগ্র শিক্ষা প্রকল্পে’ ২১০০ কোটি টাকার বেশি তহবিল আটকে রেখেছে নরেন্দ্র মোদীর সরকার!

আর এই বিষয়টি উল্লেখ করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রেড্ডি স্পষ্ট করে দেন, জনগণনা হবে, তার ওপর ভিত্তিতে করে লোকসভার আসনের পুনর্বিন্যাস হবে। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যেই স্পষ্ট করে দিয়েছেন, কোনওভাবেই দক্ষিণ ভারতের রাজ্যগুলির সঙ্গে কোনও রকমের বঞ্চনা হবে না।