চেন্নাই: মন্দিরের শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি। রথের গায়ে হাই ভোল্টেজ তার (High Voltage Wire) স্পর্শ করতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন কমপক্ষে ১১ জন। গুরুতর জখম হয়েছেন আরও ১৫ জন। বুধবার ভোরে তামিলনাড়ুর (Tamil Nadu) থাঞ্জাভুর জেলার একটি মন্দির থেকে বের হওয়া শোভাযাত্রায় এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। দুই শিশুরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin)। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করেছেন।
পুলিশের তরফে জানানো হয়েছে, তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলার কালিমেডুতে অবস্থিত আপ্পার মন্দিরে এদিন ভোরে শোভাযাত্রা বের করা হয়। বিশাল সাজসজ্জা করা একটি গাড়ি, যা রথের আদলে তৈরি করা হয়েছিল, তাও এগোচ্ছিল পুণ্যার্থীদের সঙ্গে। আচমকাই হাইটেনশন তারের সঙ্গে ওই রথের চূড়া স্পর্শ করে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হন রথের ভিতরে ও আশপাশে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ শিশু সহ ১১ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন। ওই রথটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
Tamil Nadu | At least 10 people died after a temple car (of chariot festival) came in contact with a live wire in the Thanjavur district. More details are awaited. pic.twitter.com/clhjADE6J3
— ANI (@ANI) April 27, 2022
পুলিশ আধিকারিকদের তরফে জানানো হয়েছে, রাস্তায় মোড় ঘুরতে গিয়েই সমস্যায় পড়ে রথটি। ঘোরাতে গিয়েই রথের চূড়াটি হাইটেনশন তারের সংস্পর্শে আসে এবং গোটা গাড়িটিতেই বিদ্যুৎ বইতে শুরু করে। গাড়ির ভিতরে উপস্থিত দুই শিশু সহ ১১ জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে।
এক আধিকারিক জানান, এই ধরনের শোভাযাত্রার গাড়ি যাওয়ার সময় দুর্ঘটনা এড়াতে সাধারণত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। তবে মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল যে গাড়িটি বেশি লম্বা হবে না। সেই কারণেই হাইটেনশন তারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়নি। কিন্তু শেষ মুহূর্তে কোনওভাবে রথের সাজসজ্জার কারণে উচ্চতা বেড়ে যায় এবং রাস্তায় যাওয়ার সময় হাইটেনশন তারের সংস্পর্শে চলে আসে। ভিডিয়োয় দেখা গিয়েছে, হাইটেনশন তারের সংস্পর্শে আসার পরই রথটি পুড়ে ছারখার হয়ে গিয়েছে।
Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who have lost their lives due to the mishap in Thanjavur, Tamil Nadu. The injured would be given Rs. 50,000: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 27, 2022
গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন তিনি। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি এদিন সকালেই টুইট করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন। আহতদেরও ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।