ক্লাসে বসে পর্ন দেখতে মগ্ন শিক্ষক, ছাত্র ধরিয়ে দিতেই যা করলেন… ছিঃ ছিঃ করে উঠল সবাই

Teacher Beats Student: ওই শিক্ষক ক্লাসরুমে বসেই নিজের মোবাইলে পর্ন দেখছিলেন। এক পড়ুয়া তা দেখে ফেলে। সহপাঠীদের মধ্যে তা নিয়ে আলোচনা করতেই তারা হাসাহাসি শুরু করে।

ক্লাসে বসে পর্ন দেখতে মগ্ন শিক্ষক, ছাত্র ধরিয়ে দিতেই যা করলেন... ছিঃ ছিঃ করে উঠল সবাই
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Dec 29, 2024 | 9:22 AM

ঝাঁসি: আট বছরের নাবালককে বেধড়ক মার শিক্ষকের। দেওয়ালে ঠুকে দিলেন পড়ুয়ার মাথা। তাঁর অপরাধ কী?  শিক্ষকের কুকীর্তি ধরে ফেলেছিল ওই খুদে পড়ুয়া। ক্লাসে পড়ানোর বদলে ওই শিক্ষক বসে পর্ন ফিল্ম দেখছিলেন। ছাত্রটি সেই কাণ্ড ডেকে সহপাঠীদের দেখাতেই বেধড়ক মার জোটে শিক্ষকের কাছ থেকে।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের ঝাঁসিতে। জানা গিয়েছে, ওই শিক্ষক ক্লাসরুমে বসেই নিজের মোবাইলে পর্ন দেখছিলেন। এক পড়ুয়া তা দেখে ফেলে। সহপাঠীদের মধ্যে তা নিয়ে আলোচনা করতেই তারা হাসাহাসি শুরু করে। এতেই রেগে যান শিক্ষক। ওই পড়ুয়াকে ডেকে  তিনি ক্লাসরুমের মধ্যেই মারধর শুরু করেন। চুলের মুঠি ধরে দেওয়ালে মাথা ঠুকে দেন।

বিষয়টি জানাজানি হতেই ওই পড়ুয়ার বাবা পুলিশে অভিযোগ জানান। তাঁর দাবি, শিক্ষকের মারে গুরুতর আহত ওই নাবালক। তাঁর কানে আঘাত লেগেছে। শরীরেও একাধিক জায়গায় কালশিটে পড়ে গিয়েছে।  পুলিশ ওই শিক্ষককে হেফাজতে নিয়েছে। তাঁকে জেরা করা হচ্ছে।