Sanitizer death: শ্লীলতাহানিতে বাধা পেয়ে কিশোরীকে পান করানো হল স্যানিটাইজার, মৃত্যু হাসপাতালে
Uttar pradesh girl: শ্লীলতাহানিতে বাধা দিয়েছিল। বদলা নিতে ১৬ বছরের কিশোরীকে জোর করে স্যানিটাইজার পান করাল একদল যুবক। তার জেরে মৃত্যু হয়েছে ওই কিশোরীর।
বরেলি: শ্লীলতাহানিতে বাধা দিয়েছিল। বদলা নিতে ১৬ বছরের কিশোরীকে জোর করে স্যানিটাইজার (Sanitizer) পান করাল একদল যুবক। তার জেরে মৃত্যু হয়েছে ওই কিশোরীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar pradesh) বরেলিতে। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছে মৃতের পরিবার। রাস্তায় দেহ রেখে অবরোধ দেখায় তারা। প্রায় দু-ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরেলির বাসিন্দা ওই কিশোরী একাদশ শ্রেণির ছাত্রী ছিল। গত ২৭ জুলাই সে স্কুল থেকে ফিরছিল। সেই সময়ই উদেশ রাঠোর নামে ২১ বছর বয়সি এক যুবক তার শ্লীলতাহানি করার চেষ্টা করে বলে অভিযোগ। এসপি রাহুল ভাটি জানান, ওই কিশোরী শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় রাঠোর-সহ আরও ৩ যুবক তাকে স্যানিটাইজার পান করায় বলে অভিযোগ। কিশোরীর ভাই হস্তক্ষেপ করলে অভিযুক্ত তাকে মারধর করে বলে অভিযোগ। গোটা ঘটনাটি ভিডিয়ো রেকর্ডিং করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে।
এদিকে, জোর করে স্যানিটাইজার পান করানোর পর কিশোরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে এবং তাকে স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেই তার মৃত্যু হয়। এসপি ভাটি জানান, ঘটনার তদন্তে কিশোরীর দেহের ময়নাতদন্ত করা হবে এবং কড়া পদক্ষেপ করা হবে।
পুলিশের আশ্বাসের পরও অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হন স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যায় দেহ রাস্তায় রেখে প্রায় আড়াই ঘণ্টা পথ অবরোধ করেন মৃতের পরিবার-সহ এলাকাবাসী। তারপর পুলিশ তদন্তের আশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দেয়। অভিযুক্তকে গ্রেফতার করতে চারটি দলে ভাগ হয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।