AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘তেজস্বী যাদব বলছি’, এক ধমকেই সুর নরম জেলাশাসকের

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ইকো পার্কে আন্দোলনকারীদের মাঝে দাঁড়িয়েই জেলা শাসক চন্দ্রশেখর সিংকে ফোন করছেন তেজস্বী যাদব। ফোন ধরতেই তেজস্বী বলেন, "আন্দোলনকারীদের ধর্ণায় বসতে দেওয়া হচ্ছে না কেন? এদের কি প্রতিদিন অনুমতি চাইতে হবে?"

'তেজস্বী যাদব বলছি', এক ধমকেই সুর নরম জেলাশাসকের
ফাইল চিত্র।
| Updated on: Jan 21, 2021 | 4:12 PM
Share

পটনা: নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারেননি তো কী হয়েছে! নিজের তেজ কতটা, তা আবারও প্রমাণ করলেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। সম্প্রতি জেলাশাসকের সঙ্গে তাঁর বার্তালাপের একটি ভিডিয়ো ভাইরাল হতেই বোঝা গেল বিরোধী দলনেতা হিসাবেও কতটা ক্ষমতাবান তিনি।

ঘটনার সূত্রপাত শিক্ষকদের অবস্থান বিক্ষোভের আবেদন ঘিরে। শিক্ষকদের আন্দোলনে সমর্থন জানাতে আসেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব। সেই সময়ই আন্দোলনকারীরা জানান, তাঁরা ধর্ণায় বসতে চাইলেও সেই আবেদন বারবার খারিজ করে দেওয়া হচ্ছে। এরপরই তিনি একে পুলিস প্রধান, মুখ্যসচিব ও জেলাশাসকের সঙ্গে কথা বলেন এবং আন্দোলনকারীদের অনুমতি মেলার বিষয়ে আশ্বস্ত করেন।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ইকো পার্কে আন্দোলনকারীদের মাঝে দাঁড়িয়েই জেলা শাসক চন্দ্রশেখর সিং (ChandraShekhar Singh)-কে ফোন করছেন তেজস্বী যাদব। ফোন ধরতেই তেজস্বী বলেন, “আন্দোলনকারীদের ধর্ণায় বসতে দেওয়া হচ্ছে না কেন? এদের কি প্রতিদিন অনুমতি চাইতে হবে? এখানে রোজ লাঠিচার্জ হচ্ছে, আন্দোলনকারীদের খাবার ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে। পুলিসের তাড়ায় সবাই ছন্নছাড়া হয়ে গিয়েছে। কয়েকজন আমার সঙ্গে ইকো পার্কে রয়েছে। আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করিয়ে দিচ্ছি, আপনি অনুমতি দিয়ে দিন।”

আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ড সিরাম ইন্সটিটিউটে, আগুন নিয়ন্ত্রণে হাজির দমকলের ১০টি ইঞ্জিন

এর জবাবে জেলাশাসক উত্তর দেন, তিনি বিষয়টি দেখবেন। সঙ্গে সঙ্গে তেজস্বী বলেন, “কতক্ষণের মধ্যে জানাবেন?”, এতেই রেগে যান জেলাশাসক। ধমকের সুরে তিনি বলেন, “কতক্ষণ মানে? আপনি আমায় প্রশ্ন করছেন?” জেলাশাসকের ধমকের জবাবে একটাই কথা বলেন তেজস্বী, আর তাতেই বাজিমাত।

লাউডস্পিকারে দেওয়া ফোনে জেলাশাসককে শান্ত সুরেই লালু-পুত্র বলেন, “ডিএম সাহেব, আমি তেজস্বী যাদব বলছি”। এক মুহূর্ত থেমেই সঙ্গে সঙ্গে সুর বদলে জেলাশাসক বলেন, “আচ্ছা স্যার, ওকে স্যার।” জেলাশাসকের সুর বদলে যাওয়ায় হাসিতে ফেটে পড়ে আন্দোলনকারী শিক্ষকরা। হাসির রোল থামিয়ে তেজস্বী বলেন, “আমি আপনাকে একটা হোয়াটসঅ্যাপ টেক্সট করছি। তাড়াতাড়ি জবাব দিন, নয়তো আমায় সারারাত এখানেই বসে থাকতে হবে”, এই বলেই ফোন কেটে দেন তিনি।

টুইটারে এই ভিডিয়োটি পোস্ট হওয়া মাত্র ভাইরাল হয়ে যায়। সমাজকর্মী সুধীন্দ্র কুলকার্নিও ভিডিয়োটি শেয়ার করে লেখেন, “হম তেজস্বী যাদব বোল রহে হ্যায়-অবশ্যই ভিডিয়োটি দেখা উচিত। শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝবেন যে কেন তেজস্বী যাদবকে দেশের অন্যতম সম্ভাবনাময় নেতা বলা হচ্ছে”।

আরও পড়ুন: ৫০ হাজার পেরিয়েও প্রশ্ন, কোন ‘জাদুবলে’ বাড়ছে সেনসেক্স?

মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
সারারাত বিছানায় শুয়ে কষ্টে ছটফট! কী ভয়ঙ্কর কাজ হল উরফির সঙ্গে?
সারারাত বিছানায় শুয়ে কষ্টে ছটফট! কী ভয়ঙ্কর কাজ হল উরফির সঙ্গে?
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে? চাপ বাড়ছে ইউনূসের উপর
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে? চাপ বাড়ছে ইউনূসের উপর
দিল্লি মরুভূমি হল বলে, আরাবল্লীর ৯০ শতাংশই নাকি পাহাড় নয়!
দিল্লি মরুভূমি হল বলে, আরাবল্লীর ৯০ শতাংশই নাকি পাহাড় নয়!
গাছের নাড়ি-নক্ষত্র বুঝতে বুঝতেই কীভাবে বিজেপির মন্ত্রী হলেন সুকান্ত
গাছের নাড়ি-নক্ষত্র বুঝতে বুঝতেই কীভাবে বিজেপির মন্ত্রী হলেন সুকান্ত
অল্প সময়ে কীভাবে নথি যাচাই সম্ভব, প্রশ্ন রাজনৈতিক মহলের
অল্প সময়ে কীভাবে নথি যাচাই সম্ভব, প্রশ্ন রাজনৈতিক মহলের
মতুয়াগড়ে গৃহযুদ্ধ গড়াল মারামারিতে!
মতুয়াগড়ে গৃহযুদ্ধ গড়াল মারামারিতে!
২০১০ সালের পর OBC সার্টিফিকেট কি SIR-এ গ্রহণযোগ্য?
২০১০ সালের পর OBC সার্টিফিকেট কি SIR-এ গ্রহণযোগ্য?
২ জানুয়ারি থেকে চলবে না এই লোকাল ট্রেনগুলি, চরম ভোগান্তি গ্রাহকদের
২ জানুয়ারি থেকে চলবে না এই লোকাল ট্রেনগুলি, চরম ভোগান্তি গ্রাহকদের