AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Telangana Reservation Bill: বাড়ানো হচ্ছে SC, ST, OBC-দের সংরক্ষণ! বিধানসভায় পাস হয়ে গেল দু’টি বিল

Telangana Reservation Bill: এই দুই বিল আইনে রূপান্তর হলে, অনগ্রসর শ্রেণীদের জন্য বরাদ্দ হবে ৪২ শতাংশ সংরক্ষণ, তফসিলি জাতিরা পাবেন ১৮ শতাংশ, তফসিলি উপজাতিরা পাবেন ১০ শতাংশ।

Telangana Reservation Bill: বাড়ানো হচ্ছে SC, ST, OBC-দের সংরক্ষণ! বিধানসভায় পাস হয়ে গেল দু'টি বিল
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Mar 18, 2025 | 2:49 PM
Share

হায়দরাবাদ: মোট আট ঘণ্টার বিতর্ক সভা। অবশেষে বিধানসভায় পাস সংরক্ষণ বিল। সোমবার অনগ্রসর শ্রেণীর জন্য শিক্ষা, চাকরি ও অন্যান্য খাতে সংরক্ষণ বাড়াতে বিধানসভায় দু’টি বিল পাস করল কংগ্রেস শাসিত দক্ষিণী রাজ্য় তেলেঙ্গানা। বর্তমানে সে রাজ্য়ে অনগ্রসর শ্রেণীর (OBC) জন্য ২৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। যা এই দুই বিল আইনে রূপান্তর হয়ে গেলে বেড়ে দাঁড়াবে ৪২ শতাংশ।

এদিন বিল পাসের পর সে রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বিধানসভার সকল সদস্যদের ধন্যবাদ জানান। পাশাপাশি, তিনি বলেন, ‘তেলেঙ্গানায় অন্যান্য অনগ্রসর শ্রেণী ভুক্ত মানুষের সংখ্যা মোট জনসংখ্য়ার প্রায় ৫৬ শতাংশ। তাই এবার থেকে এই শ্রেণীর মানুষরা যেন শিক্ষা, চাকরি ও অন্যান্য ক্ষেত্রে বাকিদের সঙ্গে সমান তালে চলতে পারে, তাই তাদের জন্য সংরক্ষণ ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর ব্যবস্থা করা হল।’

জানা গিয়েছে, এত দিন পর্যন্ত দেশের এই অনগ্রসর শ্রেণীরা মোট ২৯ শতাংশ সংরক্ষণের সুবিধা পেতেন। তফসিলি জাতিরা পেতেন ১৫ শতাংশ ও তফসিলি উপজাতিদের জন্য বরাদ্দ ছিল ৬ শতাংশ। যা এই দুই বিলের মাধ্যমে বাড়ানোর প্রস্তাব আনল তেলেঙ্গানা সরকার। তাদের দাবি, এই দুই বিল আইনে রূপান্তর হলে, অনগ্রসর শ্রেণীদের জন্য বরাদ্দ হবে ৪২ শতাংশ সংরক্ষণ, তফসিলি জাতিরা পাবেন ১৮ শতাংশ, তফসিলি উপজাতিরা পাবেন ১০ শতাংশ।

উল্লেখ্য, সোমবার তেলেঙ্গানা বিধানসভা হয়ে রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা কাছে পরবর্তী অনুমোদন পাওয়ার পাঠানো হয়েছে এই দুই বিলকে। এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানান, ‘এর আগেও রাজ্যপালের কাছে ৩৭ শতাংশ সংরক্ষণ বৃদ্ধির জন্য একটি প্রস্তাব পাঠিয়েছিল রাজ্যের পূর্ববর্তী বিআরএস সরকার। তবে সেই প্রস্তাবকেই আমরা ফিরিয়ে নতুন করে আরও বেশ কিছু সুযোগ-সুবিধা জুড়ে অনুমোদনের জন্য পাঠিয়ে দিয়েছি।’