Indian Army: সেভেন সিস্টার্স আলাদা করার হুমকি হালকাভাবে নিচ্ছে না ভারতীয় সেনা, কী পদক্ষেপ করা হচ্ছে দেখুন

Indian Army on Bangladesh: বৈঠক সূত্রে খবর, সীমান্তের প্রতিটি কোনায় কোনায় নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র বিএসএফের উপরে নজরদারির দায়িত্ব নয়, সেনা এবং স্পেশ্যাল ফোর্সকেও ভারত বাংলাদেশ সীমান্তের উপরে সর্বদা নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Indian Army: সেভেন সিস্টার্স আলাদা করার হুমকি হালকাভাবে নিচ্ছে না ভারতীয় সেনা, কী পদক্ষেপ করা হচ্ছে দেখুন
নেওয়া হচ্ছে কোন কোন পদক্ষেপ? Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 19, 2025 | 8:29 PM

কলকাতা: জ্বলছে বাংলাদেশ। উত্তর-পূর্ব ভারত নিয়ে বারবার হুমকি দিয়ে চলেছেন বাংলাদেশের ছাত্র নেতারা। এই অবস্থায় বিএসএফ, ভারতীয় সেনা এবং অসম রাইফেলসের কর্তাদের সঙ্গে উচ্চপর্যয়ের বৈঠক করলেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রামচান্দের তিওয়ারি। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া অসম রাইফেলসের অপারেটিং ঘাঁটিতে গিয়ে এই বৈঠক করলেন তিনি। বিএসএফ ভারতীয় সেনা এবং অসম রাইফেলসের কর্তারা ছাড়াও স্পেশাল ফোর্সের সেনা আধিকারিকরাও ছিলেন বৈঠকে।

বৈঠক সূত্রে খবর, সীমান্তের প্রতিটি কোনায় কোনায় নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র বিএসএফের উপরে নজরদারির দায়িত্ব নয়, সেনা এবং স্পেশ্যাল ফোর্সকেও ভারত বাংলাদেশ সীমান্তের উপরে সর্বদা নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, মায়ানমার সীমান্তে অসম রাইফেলসের আরও বেশি করে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

উত্তর-পূর্ব ভারত যেহেতু বারবার টার্গেট করার কথা বলছে মৌলবাদী সংগঠনগুলি। এই পরিস্থিতিতে যাতে কোনওভাবেই নাগাল্যান্ড-মনিপুর-মিজোরাম, এই তিন অংশে কোনও বিশৃঙ্খলা মাথা ছাড়া দিতে না পারে তার জন্য কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। 

এদিকে মোট ৪০৯৬ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্তের । সীমান্তের প্রতিটি অংশকে স্পর্শকাতর ভেবেই নজরদারি রাখতে হবে বলে এসেছে নির্দেশ। মূলত ভারত বাংলাদেশ সীমান্ত দেখভালের দায়িত্ব বিএসএফের। কিন্তু বাংলাদেশের ভিতরে যেভাবে আইএসআই, ভারত বিরোধী একাধিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, তাতে ভারতীয় সেনাকে এবার আসরে নামতে হল বলে মত ওয়াকিবহাল মহলের।