নয়া দিল্লি: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এবার মহারাষ্ট্রের ডিজিপিকে চিঠি লিখল জাতীয় মহিলা কমিশন (The National Commission for Women)। ২০১৩ সালে মুম্বইয়ের এক মডেলকে ধর্ষণের অভিযোগ উঠেছিল হেমন্তের নামে। জাতীয় মহিলা কমিশন জানিয়েছে, তাদের হাতে এসেছে একটি রিপোর্ট। যেখানে বলা হয়েছে কীভাবে ধর্ষণের পরে মেয়ে ও তাঁর পরিবারকে ভয় দেখিয়ে গিয়েছেন হেমন্ত সোরেন।
NCW has come across a media report regarding a Mumbai-based model who has alleged that she was not only raped by Hemant Soren (Jharkhand CM) & Suresh Nagre in 2013 but she and her family were also constantly threatened against speaking about the alleged incident in public: NCW pic.twitter.com/gwfD2WlID1
— ANI (@ANI) December 17, 2020
কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি চিঠি। যেখানে হেমন্ত সোরেনের বিরুদ্ধে সাত বছর আগে ধর্ষণ ও তারপর ক্রমাগত ভয় দেখিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ধর্ষিতা। জাতীয় মহিলা কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছে, রিপোর্ট অনুযায়ী ২০১৩ সালে ওই মডেলকে ধর্ষণ করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও সুরেশ নাগোর নামে এক ব্যক্তি। মহারাষ্ট্রর ডিজিপিকে চিঠি লিখে এই অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করার আবেদন জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন।
আরও পড়ুন: দেশদ্রোহিতা মামলা দায়ের করা যাবে না কাফিলের বিরুদ্ধে! সুপ্রিম কোর্টে ধাক্বা খেল যোগী সরকার
চলতি বছরের জুলাই মাসেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই মামলায় হেমন্ত সোরেনের নাম জড়িয়ে থাকা লজ্জাজনক বলে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। টুইটে নিশিকান্ত লিখেছিলেন, “মুম্বই পুলিসের উচিত পুনর্তদন্ত করা।” তখন পাল্টা টুইট করেছিলেন হেমন্ত সোরেনও।
টুইটে হেমন্ত লিখেছিলেন, “মাননীয় সাংসদ আমার নামে অভিযোগ করেছেন। আপনি ৪৮ ঘন্টার মধ্যে আইনি উত্তর পাবেন। মানুষকে ভুল পথে চালিত করা বন্ধ করুন।” প্রসঙ্গত, হেমন্ত সোরেনের নামে ধর্ষণের অভিযোগে ২০১৩ সালে মামলা দায়ের করেছিলেন ওই মডেল। যা পরে নিজেই প্রত্যাহার করে নেন।