ডেডলাইন- ৩১ ডিসেম্বর, ২০২৪, কোন কোন দেশের নাগরিকরা বিনা নথিতেও ভারতে থাকতে পারবেন?

Immigration and Foreigners Act 2025: চলতি সপ্তাহের সোমবার থেকেই কার্যকর হয়েছে সম্প্রতি সংসদে পাশ হওয়া ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫। এরপরই এই নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের এই নির্দেশে তিন দেশ থেকে আসা সংখ্য়ালঘুরা অনেকটাই স্বস্তি পেলেন।

ডেডলাইন- ৩১ ডিসেম্বর, ২০২৪, কোন কোন দেশের নাগরিকরা বিনা নথিতেও ভারতে থাকতে পারবেন?
কারা থাকতে পারবেন ভারতে?Image Credit source: PTI

|

Sep 03, 2025 | 3:53 PM

নয়া দিল্লি: অনুপ্রবেশ ও অবৈধভাবে ভিনদেশি নাগরিকদের নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের। প্রতিটি রাজ্যকে তৈরি করতে বলা হল ডিটেনশন ক্যাম্প অবৈধভাবে যারা এই দেশে বসবাস করছেন, তাদের ধরে ধরে এই ক্যাম্পে পাঠানো হবে। কারা ছাড় পাবেন এই নিয়ম থেকে? সে কথাও জানিয়ে দিল কেন্দ্র।

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, ভিন দেশের নাগরিক, যারা অবৈধভাবে ভারতে বসবাস করছেন, তাদের নিজেদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে। যদি কোনও ব্যক্তি বৈধ নথি না দেখাতে পারেন, তাহলে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে।

তবে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের সংখ্যালঘু নাগরিক, হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন ও পার্সিরা যারা ধর্মীয় অত্যাচার থেকে বাঁচতে ভারতে এসেছেন, তাদের ফেরত পাঠানো হবে না। তবে এক্ষেত্রেও সময়সীমা আছে।

নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর করার সময় কেন্দ্রের ঘোষণা ছিল, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসেছেন, তাদেরই একমাত্র ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। কেন্দ্রের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু নাগরিকরা ভারতে এলে, তাদের পাসপোর্ট বা ভ্রমণের ডকুমেন্ট ছাড়াই ভারতে থাকতে দেওয়া হবে।

চলতি সপ্তাহের সোমবার থেকেই কার্যকর হয়েছে সম্প্রতি সংসদে পাশ হওয়া ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫। এরপরই এই নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রের এই নির্দেশে তিন দেশ থেকে আসা সংখ্য়ালঘুরা অনেকটাই স্বস্তি পেলেন। বিশেষ করে ২০১৪ সালের পর পাকিস্তান থেকে যে হিন্দুরা চলে এসেছিলেন ভারতে, তারা নিজেদের ভবিতব্য নিয়ে চিন্তিত ছিলেন। এবার তারা বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের পাসপোর্ট ছাড়া ভারতে থাকতে পারবেন। তবে এই আইন নাগরিকত্বের গ্যারান্টি দিচ্ছে না। বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে আগত কোনও ব্যক্তি নাগরিকত্ব আইনের ধারা ৬বি (6B -CAA) এর মাধ্যমে আবেদন করে ভারতের নাগরিক হতে পারবেন।

কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সিরা, যারা ধর্মীয় নিপীড়িত হয়ে বা নিপীড়ন থেকে বাঁচতে ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন বৈধ নথি ছাড়া বা নথির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাদের ভারতে থাকতে দেওয়া হবে।

নেপাল ও ভুটানের নাগরিকরাও যারা স্থল বা আকাশপথে ভারতে প্রবেশ করেছেন, তাদেরও পাসপোর্ট বা ভিসা দেখাতে হবে না। একইভাবে ভারতের নাগরিকরা যদি নেপাল বা ভুটান থেকে ভারতে আসেন, তাহলে তাদের কোনও পাসপোর্ট বা অন্য নথি দেখাতে হবে না। কিন্তু চিন, পাকিস্তান, হংকং বা ম্যাকাও দিয়ে ভারতে এলে তাদের নথি দেখাতেই হবে।

নতুন আইনে আরও বলা হয়েছে, ভারতীয় সেনা, বায়ুসেনা বা নৌসেনার সদস্যরা যারা ভারতে প্রবেশ করছেন বা দেশ ছাড়ছেন কিংবা সরকারি গাড়িতে এমন আধিকারিকের সঙ্গে তার পরিবারের সদস্যরা সফর করবেন, তাদের পাসপোর্ট বা ভিসা দেখানোর প্রয়োজন পড়বে না।