World’s greatest destinations 2023: টাইমের বিচারে সেরা ৫০ দর্শনীয় স্থানে ঠাঁই পেল ভারতের এই দুই জায়গা

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Updated on: Mar 18, 2023 | 7:02 PM

Time Magazine: এই জায়গাগুলির ব্যাপারে বলা হয়েছে, নতুন এবং উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা প্রদানকারীদের দিকে নজর রেখে তাদের আন্তর্জাতিক মান্যতা এবং ভ্রমণকারীদের পছন্দের ভিত্তিতে ওই স্থানগুলিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

World's greatest destinations 2023: টাইমের বিচারে সেরা ৫০ দর্শনীয় স্থানে ঠাঁই পেল ভারতের এই দুই জায়গা
লাদাখের প্রাকৃতিক সৌন্দর্য। ফাইল ছবি।

নয়াদিল্লি: পৃথিবীর জনপ্রিয় ম্যাগাজিনগুলির মধ্যে অন্যতম টাইম ম্যাগাজিন। এই ম্যাগাজিন সম্প্রতি একটি তালিকা তৈরি করেছে। সেই তালিকায় রয়েছে বিশ্বের বেশ কিছু দর্শনীয় স্থান। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই সব এলাকায় ঘুরতে না গেলে মানুষ বঞ্চিত থাকবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য থেকে। এ রকমই ৫০টি জায়গাকে বেছে নিয়েছে টাইম। ২০২৩ সালের ঘুরতে যাওয়ার মনোরম স্থানের হিসাবে বিবেচিত হয়েছে জায়গাগুলি। এর মধ্যে রয়েছে ভারতেও ২টি জায়গা। এই জায়গাগুলির ব্যাপারে বলা হয়েছে, নতুন এবং উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা প্রদানকারীদের দিকে নজর রেখে তাদের আন্তর্জাতিক মান্যতা এবং ভ্রমণকারীদের পছন্দের ভিত্তিতে ওই স্থানগুলিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

টাইম ম্যাগাজিনের ঘুরতে যাওয়া জায়গার তালিকায় রয়েছে ভারতের ২টি জায়গা। সেই তালিকার ৩১ এবং ৩২ নম্বরে স্থান পেয়েছে লাদাখ এবং ময়ূরভঞ্জ। প্রাকৃতিক সৌন্দর্যে এই দুই স্থানই মন মুগ্ধকর। লাদাখের প্রাকৃতিক সৌন্দর্য না দেখলে অনুভব করা কঠিন। অন্যদিকে জঙ্গল-পাহাড়ে ঘেরা ওড়িশার ময়ূরভঞ্জের শোভাও পাগল করে পর্যটকদের। লাদাখের ব্যাপারে টাইম ম্যাগাজিনে লেখা হয়েছে, “আলপাইনের বিষ্ময়কর সৌন্দর্য এবং তিব্বতী-বৌদ্ধ সংস্কৃতি দেখা যায় ভারতের উত্তরাংশের এই এলাকায়।” ময়ূরভঞ্জের ব্যাপারে লেখা হয়েছে, “পৃথিবীর একমাত্র জায়গা যেখানে কালো বাঘের দেখা মেলে। সিমলিপাল জাতীয় উদ্যানও এর অন্যতম আকর্ষণ।”

লাদাখ ও ময়ূরভঞ্জ ছাড়াও টাইম ম্যাগাজিনের তালিকায় ঠাঁই পেয়েছে ফ্লোরিডার টাম্পা, ওরেগাঁওয়ের উইলামেটে ভ্যালি, রিও গ্রান্দে, অ্যারিজোনার টাসকন, ক্যালিফোর্নিয়ার হোসেমিটে ন্যাশনাল পার্ক, মান্তানার বোজেম্যান, ওয়াশিংটন, ভ্যানকোভার, চার্চিল, ফ্রান্সের ডিজন, ইটালির পানটেল্লেরিয়া, ইটালির নাপোলি, ডেনমার্কের আরহুস, সুইজারল্যান্ডের মোরিটজ, বার্সেলোনা, রোমানিয়ার তিমিসোয়ারা, আলবানিয়ার বেরাট, বুদাপেস্ট, ভিয়েনা, অস্ট্রেলিয়ার ব্রিসবেন, অস্ট্রেলিয়ার ক্যাঙারু আইল্যান্ড, ডমিনিকা, মেক্সিকো সিটি, ব্রাজিলের পানটানাল, কলম্বিয়ার মেডেলিন, জাপানের নাগোয়া, থাইল্যান্ডের ফুকেট, দক্ষিণ কোরিয়ার জিজু আইল্যান্ড, কেনিয়ার চায়ুলু হিলস, মরক্কোর রাবাট, সেনেগালের ডাকার, গ্যাবনের লোয়ানগো ন্যাশনাল পার্ক, সৌদি আরবের রেড সি, জর্ডানের আকাবা, জেরুজালেম।

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla