আব কি বার, সত্যিই হবে ৪০০ পার, বলছে এই এক্সিট পোল, কত আসন পাবে INDIA?

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 02, 2024 | 6:48 AM

Lok Sabha Election 2024 Exit Poll: ভোটারদের কী মতামত, তার উপরে ভিত্তির করে বুথ ফেরত সমীক্ষা আগাম আভাস দিচ্ছে, কেন্দ্রের ক্ষমতায় কে আসতে চলেছে। সমস্ত সমীক্ষাতেই এগিয়ে এনডিএ। তৃতীয়বারও ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, এমনটাই পূর্বাভাস। তবে বিজেপি যে লক্ষ্য স্থির করেছিল, ৪০০ পারের যে স্লোগান দিয়েছিল, তা কি পূরণ হবে?  

আব কি বার, সত্যিই হবে ৪০০ পার, বলছে এই এক্সিট পোল, কত আসন পাবে INDIA?
প্রধানমন্ত্রী মোদীর স্বপ্ন পূরণ হবে?
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: সাত দফায় লোকসভা নির্বাচন মিটতেই এখন অধীর অপেক্ষা নির্বাচনের ফলাফলের। তবে তার আগেই জনগণের সামনে তুলে ধরা হয়েছে এক্সিট পোল। ভোটারদের কী মতামত, তার উপরে ভিত্তির করে বুথ ফেরত সমীক্ষা আগাম আভাস দিচ্ছে, কেন্দ্রের ক্ষমতায় কে আসতে চলেছে। সমস্ত সমীক্ষাতেই এগিয়ে এনডিএ। তৃতীয়বারও ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, এমনটাই পূর্বাভাস। তবে বিজেপি যে লক্ষ্য স্থির করেছিল, ৪০০ পারের যে স্লোগান দিয়েছিল, তা কি পূরণ হবে?

যদি এক্সিট পোলের সামগ্রিক ফলাফল দেখা হয়, তবে বিজেপির এই স্লোগান সঠিক প্রমাণিত হবে বলেই অনুমান। ইন্ডিয়া টিভি সিএনএক্স এক্সিট পোলের তথ্য অনুযায়ী, দেশে ফের একবার মোদি সরকার গঠিত হতে চলেছে। তাদের এক্সিট পোল অনুসারে, এই লোকসভা নির্বাচনে এনডিএ ৩৭১ থেকে ৪০১টি আসন পেতে পারে।সেখানে ইন্ডিয়া জোট ১০৯ থেকে ১৩৯টি আসন পেতে পারে। অন্যান্যরা ২৮ থেকে ৩৮টি আসন পেতে পারে।

দল ভিত্তিক ফলাফল-

ইন্ডিয়া টিভি সিএনএক্স এক্সিট পোলের তথ্য অনুসারে, লোকসভা নির্বাচনে বিজেপি ৩১৯ থেকে ৩৩৮, কংগ্রেস ৫২ থেকে ৬৪, ডিএমকে ১৫ থেকে ১৯, তৃণমূল কংগ্রেস ১৪ থেকে ১৮, জেডিইউ ১১ থেকে ১৩, আম আদমি পার্টি ২ থেকে ৪টি আসন পেতে পারে। আরজেডি ২ থেকে ৪, টিডিপি ১২ থেকে ১৬, ওয়াইএসআরসিপি ৩ থেকে ৫টি , সমাজবাদী পার্টি ১০ থেকে ১৪টি, বিজেডি ৪ থেকে ৬টি, শিবসেনা (ইউবিটি) ১০ থেকে ১২, শিবসেনা (শিন্ডে) ৫ থেকে ৭টি আসন পেতে দেখা গেছে।

উত্তর প্রদেশে বিজেপির বড় জয়-

ইন্ডিয়া টিভি সিএনএক্স এক্সিট পোলের তথ্য অনুযায়ী, উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৬২ থেকে ৬৮ আসন, আপনা দল ২, আরজেডি ২, এসপি ১০ থেকে ১৬ এবং কংগ্রেস পেতে পারে ১ থেকে ৩টি মাত্র আসন। সমীক্ষা অনুযায়ী, এবার ইউপিতে খাতা খুলবে না বিএসপি।

ইন্ডিয়া টিভি সিএনএক্স এক্সিট পোল অনুসারে, বিহারে বিজেপির আধিপত্য অব্যাহত থাকবে। ৪০ আসনের লোকসভায় বিজেপি ১৭টি আসন, জেডিইউ ১১ থেকে ১৩, এলজেপি ৩ থেকে ৪, এইচএএম ১, আরজেডি ৩ থেকে ৫, কংগ্রেস ২টি এবং অন্যান্যরা ১টি আসন পেতে পারে।

*বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।

Next Article