‘ফিরে এসে সংক্রামিত করবেন অন্যদের’, পর্যটকদের নিয়েই মাথা ব্যাথা কেন্দ্রের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 09, 2021 | 6:32 PM

Covid 19 in India: গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে পর্যটনের ছবি। বিশেষত পাহাড়ি এলাকায় মানুষের ভিড়। সতর্ক করছে কেন্দ্র

ফিরে এসে সংক্রামিত করবেন অন্যদের, পর্যটকদের নিয়েই মাথা ব্যাথা কেন্দ্রের
সিমলায় পর্যটকদের ভিড় (ছবি- পিটিআই)

Follow Us

নয়া দিল্লি: পর্যটন অবশ্যই থাকবে, কিন্তু নিয়ম মেনে না চললেই ছড়াতে পারে সংক্রমণ। সতর্ক করলেন নীতি আয়োগের সদস্য ড. ভিকে পাল। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গার ছবি সামনে আসছে। বিশেষ সিমলা বা মানালির মতো জায়গায় দেখা যাচ্ছে পর্যটকদের ভিড়। এই দৃশ্য দেখেই উদ্বিগ্ন কেন্দ্র। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভিকে পাল বলেন, ‘ভিড়ের মধ্যে সবসময়ই সংক্রমণের আশঙ্কা বেশি। ভয় এটাই যে পর্যটকরা ফিরে এসে অন্যদের সংক্রামিত করবেন।’

এ দিন তিনি সতর্ক করে বলেন, ‘এখনও স্বাভাবিক হওয়ার সময় আসেনি। তাই দায়িত্বজ্ঞানহীন হলেই সমস্যা বাড়বে। ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়বে।’  তিনি আরও বলেন, সতর্ক না হলে করোনার বিরুদ্ধে যা কিছু লড়াই সব ব্যর্থ হয়ে যাবে। করোনা সম্পর্কে সচেতনতা জারি রাখা উচিৎ বলেও মন্তব্য করেছেন তিনি। সাধারণ মানুষকে সতর্ক করে এ দিন স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল বলেন, ‘অসতর্ক হয়ে শুধু নিজেদের বিপদ ডেকে আনছেন, তাই নয় বিপদ ডেকে আনছেন আত্মীয়দের জন্যও।’

এ দিন স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে মহারাষ্ট্র ও কেরলেই দেশের মোট সংক্রামিতের অর্ধেকের খোঁজ পাওয়া গিয়েছে। দ্বিতীয় ঢেউ এখনও পুরোপুরি প্রশমিত হয়নি বলেও উল্লেখ করা হয়েছে। কেরলের ১৪টি জেলা ও মহারাষ্ট্রের ১৫টি জেলা নিয়ে উদ্বেগের কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রক।

আরও পড়ুন: জনস্বার্থ মামলা করেছে খোদ সরকার! ‘মজাদার’ বলল সুপ্রিম কোর্ট

এ দিকে ডেল্টা ও ডেল্টা প্লাসের পর খোঁজ মিলল নতুন ভ্যারিয়েন্ট ‘কাপ্পা’র। উত্তর প্রদেশে শতাধিক ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের পাশাপাশি দুইজন কাপ্পা ভ্যারিয়েন্টে আক্রান্তের খোঁজও মিলল। লখনউয়ের কেজিএমইউ হাসপাতালে ১০৯টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করার পর ১০৭ জন ডেল্টা ও ২ জন কাপ্পা ভ্য়ারিয়েন্টে আক্রান্তের খবর মিলল। এদের মধ্যে একজনের আবার মৃত্যুও হয়েছে।

 

Next Article