Ram Mandir Inauguration: গোলাপের পাপড়িতে শ্রীরাম ও মোদীর ছবি, রাম মন্দিরের উদ্বোধনে দেখা যাবে এই অভিনব ফুল

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 06, 2024 | 1:43 PM

Special Flower for Ram Mandir: ২০২৪ সালের সবথেকে বড় অনুষ্ঠান হতে চলেছে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে। মন্দিরের উদ্বোধন উপলক্ষে আনা হচ্ছে এক বিশেষ গোলাপ। এই গোলাপে জয় শ্রী রাম লেখা থাকবে। গোলাপের পাপড়িতে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখও। 

Ram Mandir Inauguration: গোলাপের পাপড়িতে শ্রীরাম ও মোদীর ছবি, রাম মন্দিরের উদ্বোধনে দেখা যাবে এই অভিনব ফুল
রাম মন্দিরের উদ্বোধনে দেখা যাবে এই বিশেষ ফুল।
Image Credit source: Twitter

Follow Us

অযোধ্যা: দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে অবশেষে। বছর ঘুরলেই রাম মন্দিরের উদ্বোধন (Ram Mandir Inauguration)। আপাতত গর্ভগৃহেরই উদ্বোধন করা হবে। এখানেই প্রতিষ্ঠা করা হবে রামলালার। জোরকদমে ইতিমধ্যেই মন্দির নির্মাণের কাজ চলছে। হাতে যে আর মাত্র কয়েকটা দিন। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে নানা উপকরণ ও সামগ্রী। একদিকে যেমন ১০৮ ফুট লম্বা ধূপকাঠি আসছে, তেমনই আবার রাম মন্দির উদ্বোধনের দিন আনা হবে বিশেষ গোলাপী রঙের গোলাপ, যার প্রতিটি পাপড়িতে শ্রী রামের (Sree Ram) ছবি থাকবে। এছাড়াও সোনার তির-ধনুক (Golden Bow-Arrow) ও অষ্টধাতুর তৈরি ২১০০ কেজির ঘণ্টা আনা হচ্ছে।

২০২৪ সালের সবথেকে বড় অনুষ্ঠান হতে চলেছে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে। মন্দিরের উদ্বোধন উপলক্ষে আনা হচ্ছে এক বিশেষ গোলাপ। এই গোলাপে জয় শ্রী রাম লেখা থাকবে। গোলাপের পাপড়িতে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখও।

কীভাবে গোলাপের পাপড়িতে আঁকা হবে রাম লালার নাম?

এই বিশেষ ফুল তৈরির জন্য গুজরাট থেকে একজন ফ্লোরিস্টকে আনা হচ্ছে। অশোক বনসলী নামক ওই ফুল বিক্রেতা জানান, তিনি এক বিশেষ প্রযুক্তি তৈরি করেছেন, যেখানে ফুলের পাপড়িতে ছবি ছাপানো সম্ভব। চার বছর সময় লেগেছে এই প্রযুক্তি তৈরি করতে। একগুচ্ছ গোলাপ ফুল তুলেও দেখান ওই ফ্লোরিস্ট, যেখানে প্রধানমন্ত্রী মোদী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রামলালার নাম লেখা রয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী মোদী ‘মেক ইন ইন্ডিয়া’-র যে ডাক দিয়েছিলেন, তা থেকেই অনুপ্রাণিত হয়ে এই আধুনিক প্রিন্টিং টেকনোলজি তৈরি করেছেন। রাম মন্দির সাজানোর জন্য ব্যবহৃত ফুল ও গাছের পাতায় রামলালার নাম লেখা থাকবে। রাম মন্দির উদ্বোধনের দিন ৩ থেকে ৪ হাজার ফুলে এই ছবিগুলি ছাপানো থাকবে। এর আগে, ২০২০ সালে রাম মন্দিরের ভূমি পুজার দিনও তিনি এইরকমের ৫০০ ফুল তৈরি করেছিলেন।

Next Article