Bhopal: দুই পরিবারের গন্ডগোল, গাড়ির মধ্যে লক করে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হল একজনকে

Bhopal: পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সূত্রপাত অনেকদিন আগে থেকেই। গণেশ চতুর্থীর সময় যোগেন্দ্র ভাদাদুড়িয়া ও বীর সিং খুশবার মধ্যে ডিজে গান বাজানো নিয়ে গন্ডগোল শুরু হয়। তখন থেকেই মতবিরোধ বাড়তে থাকে দুই পরিবারের মধ্যে।

Bhopal: দুই পরিবারের গন্ডগোল, গাড়ির মধ্যে লক করে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হল একজনকে
ভোপালে তিনজন খুনImage Credit source: NDTV
Follow Us:
| Edited By: | Updated on: Nov 21, 2023 | 7:00 AM

ভোপাল: দুই পরিবারের ঝামেলা। আর তার জেরে রণক্ষেত্র পরিস্থিতি মধ্যপ্রদেশের শিবপুরী জেলায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে জলজ্যান্ত মানুষকে গাড়ির ভিতর ঢুকিয় জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল। শুধু তাই নয়, গুলি চালিয়েও দুজনকে খুন করার অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সূত্রপাত অনেকদিন আগে থেকেই। গণেশ চতুর্থীর সময় যোগেন্দ্র ভাদাদুড়িয়া ও বীর সিং খুশবার মধ্যে ডিজে গান বাজানো নিয়ে গন্ডগোল শুরু হয়। তখন থেকেই মতবিরোধ বাড়তে থাকে দুই পরিবারের মধ্যে। তৈরি হয় শত্রুতা। সম্প্রতি, নির্বাচনের সময় ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলে দুটি পরিবারের মধ্যে সেই গন্ডগোল আরও বেড়ে যায়।

এরপরই দুই পরিবারের ঝামেলায় প্রাণ হারান এক মহিলা সহ তিনজন। এদের মাধ্যে আবার একজন জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে কর্তৃপক্ষ পাঁচ অভিযুক্তের বাড়ি ভেঙে দিয়েছে।