AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: মহুয়া-রচনার উপরে বেজায় চটলেন অভিষেক, কেন?

TMC MPs Warning: সম্প্রতি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিজেপি সাংসদ তথা শিল্পপতি নবীন জিন্দলের মেয়ের বিয়েতে নাচ করতে দেখা যায়। সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। মহুয়ার এই আচরণ নিয়ে বিরক্ত অভিষেক। একইসঙ্গে দলের অনুমতি ব্যতীত শরদ পওয়ারে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন এক সিনিয়র সাংসদ।

Abhishek Banerjee: মহুয়া-রচনার উপরে বেজায় চটলেন অভিষেক, কেন?
কেন ক্ষুব্ধ অভিষেক?Image Credit: PTI
| Edited By: | Updated on: Dec 17, 2025 | 5:38 PM
Share

নয়া দিল্লি: শীতকালীন অধিবেশনে সংসদের ভিতরে যেমন তর্ক -বিতর্কের পারদ চড়েছে, তেমনই বাইরেও নানা বিতর্ক হয়েছে। আর বিতর্কের কেন্দ্রবিন্দুতে বারবার তৃণমূল কংগ্রেসের সাংসদরা চলে এসেছেন। কখনও বিরোধী সাংসদদের সঙ্গে নাচের প্রাকটিস, বিজেপি সাংসদের মেয়ের বিয়ের অনুষ্ঠানে নাচ করা নিয়ে বিতর্ক হয়েছে, তেমনই আবার সংসদের ভিতরে ও বাইরে ধূমপান নিয়েও কম বিতর্ক হয়নি। এবার তৃণমূল সাংসদদের ব্যক্তিগত আচার-আচরণ, জীবনযাপন নিয়ে সতর্ক করলেন দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

অন্য দলের নেতা-সাংসদদের আমন্ত্রণে পার্টির অনুমতি না নিয়ে চলে যাওয়া, দলের অনুমতি ব্যতীত মন্ত্রীদের কাছে দরবার করতে যাওয়ার বিষয়ে উষ্মা প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারও কোনও আচরণে যেন দলের ভাবমূর্তি নষ্ট না হয়, নাম না নিয়েই তাঁর কড়া বার্তা দিলেন অভিষেক।

সূত্রের খবর, সম্প্রতি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিজেপি সাংসদ তথা শিল্পপতি নবীন জিন্দলের মেয়ের বিয়েতে নাচ করতে দেখা যায়। সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। মহুয়ার এই আচরণ নিয়ে বিরক্ত অভিষেক। একইসঙ্গে দলের অনুমতি ব্যতীত শরদ পওয়ারে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন এক সিনিয়র সাংসদ, সৌগত রায়। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় দেখা করতে চেয়েছিলেন রেলমন্ত্রীর সঙ্গে। আবার সংসদে দুই তৃণমূল কংগ্রেসের ই-সিগারেট খাওয়ার ঘটনা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এই সমস্ত আচরণ নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় সতর্ক করলেন।

এছাড়া দলীয় সাংসদদের কেন্দ্রীয় বরাদ্দের ইস্যু আরও বেশি করে উত্থাপন করার নির্দেশ দিয়েছেন অভিষেক। সংসদে প্রশ্ন করার ক্ষেত্রে দলীয় সাংসদদের ভূমিকার প্রশংসাও করেছেন তিনি।