
নয়া দিল্লি: সদ্য লাগু হওয়া ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ইতিমধ্যেই এই আইনের বিরোধিতা করে মামলা হয়েছে একাধিক। অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও মামলা করেছেন। এবার মামলা করলেন তৃণমূল সাংসদ। তবে মহুয়াই প্রথম অমুসলিম মহিলা, যিনি এই মামলা করলেন।
লালুপ্রসাদ যাদবের আরজেডির সাংসদ মনোজ ঝা ওই আইনের বিরুদ্ধে মামলা করেছেন। কংগ্রেস, এআইএমআইএম ও আম আদমি পার্টির তরফেও মামলা করা হয়েছে। এবার তৃণমূলের সাংসদ মামলা করলেন। বিলটি পাশ হওয়ার পর মহুয়া ‘কালো দিন’ বলে উল্লেখ করেছিলেন।
বিল পাশ হওয়ার পর তিনি বলেছিলেন, কোনও রকমে ভোট পেয়েছে শাসক দল। বিলের পক্ষে ও বিপক্ষে পড়া ভোটের মধ্যে ফারাকও খুব বেশি নয়। তা থেকেই বোঝা যায়, এই বিল কতটা জনবিরোধী।
তিনি আরও বলেছিলেন, “ভারতের গণতন্ত্রের ইতিহাসে এটা একটা কালো দিন। সরকার যে বিল এনেছে, তা মানুষের মৌলিক অধিকারের বিরোধী। যে সংশোধনী আনা হয়েছে, তার খারাপ প্রভাব পড়বে মুসলিম সম্প্রদায়ের উপর।”
এখনও পর্যন্ত ১৬টি মামলা হয়েছে। আগামী ১৬ এপ্রিল মামলাগুলি শুনতে পারে শীর্ষ আদালত। এই অবস্থায় শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে কেন্দ্র। ওয়াকফ আইনের বিরুদ্ধে মামলায় কোনও রায় দেওয়ার আগে কেন্দ্রের বক্তব্য শোনার আবেদন জানানো হয়েছে।