নয়া দিল্লি: বড়দিনে দেশবাসীর জন্য ‘বড় ঘোষণা’ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। জাতির উদ্দেশে ভাষণে তিনি জানিয়েছেন, ১০ জানুয়ারি থেকে দেওয়া হবে করোনা টিকার প্রিকশন ডোজ় (Precaution Dose)। স্বাস্থ্যকর্মীরা এবং যাঁরা একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছেন, প্রথম পর্যায়ে তাঁদের দেওয়া হবে এই প্রিকশন ডোজ়। একইসঙ্গে ষাটোর্ধ্ব নাগরিকরা এবং যাঁদের কোমর্বিডিটি রয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁদেরও এই প্রিকশন ডোজ় দেওয়া হবে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই ঘোষণা নিঃসন্দেহে অত্যন্তগুরুত্বপূর্ণ।
দীর্ঘদিন ধরেই নানা মহল থেকে বুস্টার ডোজ়ের দাবি উঠে আসছিল। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সেই দাবিপূরণ হওয়ায় সকলেই প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। রাজনৈতিক লড়াই চরমে থাকলেও এই সিদ্ধান্ত ঘোষণার জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। টুইটারে তিনি লিখেছেন, ‘সম্মানীয় মোদীজি আমার কথা শুনেছেন। শেষমেশ করোনা যোদ্ধা ও ষাটোর্ধ্বদের জন্য বুস্টার ডোজ়। ভগবানকে ধন্যবাদ।’
শুধুমাত্র বুস্টার ডোজ়ই নয়, বড়দিনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। দেশে ১৫ বছর থেকে ১৮ বছর বয়সিদের এবার থেকে করোনা টিকা দেওয়ার কথাও জানিয়েছেন মোদী। তিনি জানিয়েছেন, ৩ জানুয়ারি থেকে দেশের ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণের প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি করোনার বিরুদ্ধে লড়াইয়ে নাসাল ভ্যাকসিন, বিশ্বের প্রথম ডিএনএ ভিত্তিক ভ্যাকসিন তৈরির কাজ শীঘ্রই ভারতে শুরু হবে। শনিবার জাতির উদ্দেশে ভাষণে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
গতকাল ছিল বড়দিন। যীশুর জন্মদিনে দেশের বেশিরভাগ জায়গাতেই ওমিক্রন আতঙ্ক কাটিয়ে আনন্দের স্রোতে গা ভাসিয়েছিলেন ৮ থেকে ৮০। সামনেই আসছে নতুন বছর, বলা বাহুল্য নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দ ও উৎসাহে কোনও ঘাটতি থাকবে না। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ বাড়তে পারে বলেই মনে করছেন চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞরা। জাতিক উদ্দেশে ভাষণে সেই আশঙ্কার কথাই উঠে আসে মোদীর কথায়। দেশের নাগরিকদের সতর্ক থাকতে পরামর্শও দিয়েছেন তিনি। মোদী শনিবার বলেন, “আমার প্রিয় দেশবাসী, আপনাদের প্রত্যেককে বড়দিনের শুভেচ্ছা। আপনারা সবাই বর্ষবরণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এখন উৎসাহের পাশাপাশি, সচেতন থাকাও দরকার। বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রনের জন্য সংক্রমণ বাড়ছে। ভারতেও অনেকেই ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। আমি আপনাদের অনুরোধ করব, ভয় পাবেন না। হ্যাঁ, সতর্ক থাকুন, সজাগ থাকুন। মাস্ক পরুন।”
আরও পড়ুন Covaxin: ওমিক্রনের আতঙ্কের মাঝেই সুখবর, ১২ ঊর্ধ্বদের জন্য কোভ্যাক্সিনে অনুমোদন দেশে