TMC MPs in Parliament: কনকনে ৯ ডিগ্রির ঠান্ডাতেও সংসদের বাইরে বসে রইল তৃণমূল সাংসদরা, কেন?

Parliament Update: মনরেগা প্রকল্পের নাম বদলের প্রতিবাদে রাতভর সংসদের বাইরে ধরনায় বসেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। দোলা সেন, ডেরেক ও'ব্রায়েন, সাগরিকা ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সাংসদরা সংসদের মকরদ্বারের সামনে অবস্থান বিক্ষোভে বসেন।

TMC MPs in Parliament: কনকনে ৯ ডিগ্রির ঠান্ডাতেও সংসদের বাইরে বসে রইল তৃণমূল সাংসদরা, কেন?
সংসদের বাইরে ধরনা তৃণমূল সাংসদদের।Image Credit source: X

|

Dec 19, 2025 | 8:49 AM

নয়া দিল্লি: মুছল মহাত্মা গান্ধীর নাম, বদলে গেল ১০০ দিনের কাজ। মনরেগা (MGNREGA) প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হল বিকশিত ভারত গ্যারান্টি ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড মিশন বা জিরামজি ( G RAM G)। এটি আসলে কংগ্রেস জমানার মনরেগা প্রকল্পেরই আপডেটেড সংস্করণ। বিরোধীদের হাজারো আপত্তি, বিক্ষোভ ও ওয়াকআউটের মাঝেও লোকসভা ও রাজ্যসভা- সংসদের দুই কক্ষেই পাশ হয়ে গেল এই নতুন বিল। শেষদিনে এভাবে কেন্দ্রের বিল পাশ নিয়ে সরব বিরোধীরা। রাতভর সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা।

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রের এই নতুন বিল নিয়ে আলোচনা শুরু হতেই প্রতিবাদে সুর চড়ায় বিরোধীরা। তাদের দাবি ছিল, এই বিলটি পর্যালোচনার জন্য যুগ্ম সংসদীয় কমিটি বা স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হোক। পরে বিল প্রত্য়াহারেরই দাবি জানায় তারা। শাসক দলের সাংসদরা রাজি না হওয়ায় বিক্ষোভ দেখিয়ে ওয়াক আউট করে বিরোধীরা। এরপরই ধ্বনি ভোটে পাশ করানো হয় এই বিল। এরপরে রাজ্যসভায় এই বিল নিয়ে তর্ক শুরু হয়। রাত ১২টা পর্যন্ত সেই তর্ক-বিতর্ক চলে। রাত ১২টা ১৫ মিনিট নাগাদ ধ্বনি ভোটে রাজ্যসভাতেও এই বিল পাশ হয়ে যায়।

এভাবে মনরেগা প্রকল্পের নাম বদলের প্রতিবাদে রাতভর সংসদের বাইরে ধরনায় বসেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সাংসদরা সংসদের মকরদ্বারের সামনে অবস্থান বিক্ষোভে বসেন।

দোলা সেন বলেন, “ওরা আমাদের কোনও কথা শোনেনি। সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে বিল পাশ করেছে। আমরা বলেছিলাম যে এই বিল স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে যাওয়া হোক। একটু সময় নিক, এত গুরুত্বপূর্ণ বিষয় পাঁচ ঘণ্টায় মিটিয়ে ফেল না। ভোরবেলা গরিব মানুষ ঘুম থেকে উঠে দেখবে, তাদের অধিকার চলে গিয়েছে, তাদের কাজ নেই। তিন সপ্তাহ অপেক্ষা করে শেষদিনে এভাবে স্বৈরতন্ত্র, আমরা ধিক্কার জানাই।”