AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pahalgam Attack: ‘ও হঠাৎ কেন বলে উঠল আল্লাহু আকবর’! সেলফি ভিডিয়োতে ধরা পড়ল সব, হাড়হিম করা সেই অভিজ্ঞতার কথা বললেন পর্যটক

Pahalgam Attack: ঋষি ভাট নামে ওই পর্যটক তাঁর স্ত্রী-সন্তানকে নিয়ে। ভিডিয়োতে দেখা যাচ্ছে জিপ লাইন অপারেটর যুবক তাঁর জিপলাইন শুরু হওয়ার আগে আচমকা বলে উঠছেন ‘আল্লাহু আকবর’। একবার নয়, তিনবার এ কথা বলছেন তিনি।

Pahalgam Attack: 'ও হঠাৎ কেন বলে উঠল আল্লাহু আকবর'! সেলফি ভিডিয়োতে ধরা পড়ল সব, হাড়হিম করা সেই অভিজ্ঞতার কথা বললেন পর্যটক
জিপলাইনিং করার সময় তোলা ভিডিয়োImage Credit: TV9 Bangla
| Updated on: Apr 29, 2025 | 6:58 AM
Share

নয়া দিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় সম্প্রতি সামনে এসেছে এক চাঞ্চল্যকর ভিডিয়ো। এক পর্যটকের সেলফি ক্যামেরায় তোলা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, পিছনে গুলি লেগে পড়ে যাচ্ছেন পর্যটক। সবাই চীৎকার করছেন। প্রায় ১৫ ফুট উঁচুতে দড়িতে ঝুলতে থাকা ওই পর্যটক প্রথমটায় কিছুই বুঝে উঠতে পারেননি। অ্যাডভেঞ্চারের খুশিতে হাসছিলেন তিনি। তবে ভিডিয়োতে যা দেখা গেল, তা ভয়ঙ্কর। ঠিক কী ঘটেছিল, জানালেন ওই পর্যটক।

ঋষি ভাট নামে ওই পর্যটক তাঁর স্ত্রী-সন্তানকে নিয়ে। ভিডিয়োতে দেখা যাচ্ছে জিপ লাইন অপারেটর যুবক তাঁর জিপলাইন শুরু হওয়ার আগে আচমকা বলে উঠছেন ‘আল্লাহু আকবর’। একবার নয়, তিনবার এ কথা বলছেন তিনি। আর তারপরই শোনা গেল গুলির শব্দ। তারপরও ওই পর্যটককে থামাননি অপারেটর। দড়িতে তুলে দেন তিনি। পর্যটক শব্দ শুনলেও, বিষয়টা বুঝতে পারেননি।

পর্যটকের সেলফি ভিডিয়োতে দেখা যাচ্ছেন, প্রাণ বাঁচাতে মানুষ ছোটাছুটি শুরু করেছেন। গুলি লাগার পর একজন ব্যক্তি কীভাবে মাটিতে লুটিয়ে পড়ে যাচ্ছেন, সেটাও দেখা যাচ্ছে ভিডিয়োতে। বেশ কয়েক সেকেন্ড পর ওই পর্যটক বিষয়টি বুঝতে পারেন।

TV9-কে দেওয়া এক সাক্ষাৎকারে পর্যটক ঋষি ভাট জিপ লাইন অপারেটরের প্রতি সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমরা যখন জিপ লাইনে পৌঁছই, তখন কয়েকটা ছবি তুলি। এরপর, আমরা জিপ লাইনের টিকিট কেটে জিপ লাইন শুরু করি। আমার স্ত্রী, পুত্র ও আরও চারজন জিপ লাইনে পার হয় প্রথমে। তারপর আমার জিপ লাইনে যাওয়ার পালা।” তিনি যখন শুরু করেন, তখনই আচমকা অপারেটর তিনবার বলে ওঠেন ‘আল্লাহু আকবর’। ওই অপারেটরকে সন্দেহের তালিকায় রাখছেন তিনি।

ওই পর্যটকের স্ত্রী যখন নীচ থেকে চিৎকার করেন, তখন তিনি বুঝতে পারেন। এরপর জিপ লাইনের দড়ি খুলে ১৫ ফুট উপর থেকে মাটিতে ঝাঁপ দিয়ে পড়েন তিনি। এরপর স্ত্রী-সন্তানকে নিয়ে পালানোর চেষ্টা করেন। ঋষি ভাট আরও জানিয়েছেন, ৬-৭ ফুট দূরত্বেই কয়েকজনকে গুলিবিদ্ধ হতে দেখেছেন তিনি। কোনওক্রমে দৌড়ে জঙ্গলে লুকিয়ে পড়েন তিনি।

কিছুক্ষণ পর গুলি থেমে গেলে সবাই সেখান থেকে আবার দৌড়তে শুরু করেন। কিছুক্ষণ পর আবার ৩-৪ রাউন্ড গুলিবর্ষণ হয়। রাতে যখন তিনি তাঁর ক্যামেরায় তোলা ভিডিয়ো দেখেন, তখন বুঝতে পারেন, তাঁর পিছনে দাঁড়িয়ে ওই অপারেটর কী বলেছিলেন, ঠিক কখন গোলাগুলি শুরু হয়েছিল।