UP Tractor Accident : শশা বিক্রি করে ফেরার পথে কৃষকদের নিয়ে নদীতে পড়ল ট্রাক্টর, নিখোঁজ ১০
UP Tractor Accident : মান্ডি থেকে শশা বিক্রি করে গ্রামে ফিরছিলেন কৃষকরা। মাঝ পথেই ট্রাক্টরের চাকা বেরিয়ে গিয়ে সেতু ভেঙে পড়ে নদীতে। দু' ডজন কৃষকের মধ্যে এখনও পর্যন্ত ১০ জন কৃষক নিখোঁজ রয়েছেন।

লখনউ : কৃষক সমেত ট্রাক্টর-ট্রলি নদীতে পড়ে গেল। সেই ট্রাক্টরে ২০ জনের বেশি কৃষক ছিলেন বলে জানা গিয়েছে। শনিবার সকালে উত্তর প্রদেশের হারদোই জেলায় এই দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে ১৩ জন কৃষক সাঁতরে নদী থেকে উঠে এসেছেন বলে জানা গিয়েছে। বাকিদের এখনও কোনও হদিশ মেলেনি। বাকিদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
নিজেদের গ্রামের কাছাকাছি মান্ডিতে গিয়েছিলেন কৃষকরা। মান্ডিতে নিজেদের উৎপাদিত শশা বিক্রি করেন তাঁরা। বিক্রি সেরে আবার নিজেদের গ্রামের উদ্দেশে ফিরছিলেন তাঁরা। ফেরার পথে একটি ট্রাক্টরের একটি চাকা বেরিয়ে আসে পালি এলাকার গারা সেতুর কাছে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী শ্যাম সিং জানিয়েছেন, একটার পর একটা রেলিং ভেঙে ট্রলি ও সওয়ারি কৃষকদের নিয়ে জলে পড়ে যায় ট্রাক্টর। এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা সেই এলাকায় ভিড় করেন। ঘটনাস্থলে পুলিশ আসে। ২০ জনের বেশি কৃষক এই দুর্ঘটনার ফলে নদীতে পড়ে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ১৩ জন সাঁতরে নদী থেকে উঠে এসেছিলেন। তবে এখনও পর্যন্ত একাধিক কৃষক নিখোঁজ রয়েছেন। সেই সংখ্যাটা ১০ এর বেশি বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে এসেছেন জেলা শাসক অবিনাশ কুমার। নিখোঁজদের উদ্ধার কাজ শুরু হয়েছে। এই উদ্ধার অভিযানের তদারকি করছেন জেলা শাসক।
জেলা শাসক অবিনাশ কুমার বলেছেন, ‘যাঁরা বেরিয়ে এসেছেন তাঁরা নিজেদের সঙ্গে থাকা আরও ৬ জনকে চিহ্নিত করেছেন। এর থেকে বোঝা যায়, আরও অনেকে নিখোঁজ রয়েছেন এখনও। কিন্তু তাঁরা বলেছেন, অন্তত দু’জন কৃষক ছিলেন তাঁদের সঙ্গে।’ তাঁদের খোঁজে উদ্ধারকাজ চলছে। সেখানে উপস্থিত অফিসার বলেছেন, ‘আমরা ডুবুরিদের জানিয়েছি। ট্রাক্টরটিকে এখনও পর্যন্ত খুঁজে বের করা সম্ভব হয়নি। ট্রাক্টরটিকে বের করে আনার জন্য ক্রেন প্রস্তুত রাখা হয়েছে।’ তাঁর আরও সংযোজন, ‘সেতুর তলায়ও জাল বিছিয়ে রাখা হয়েছে।’ এদিকে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন দুর্ঘটনার কবলে পড়া কৃষকদের পরিবারের লোকও। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘আমার রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও জানিয়েছি এবং কিছুক্ষণের মধ্যেই তাঁরা পৌঁছে যাবেন।’





