Train Accident: হাতির পালে ধাক্কা মেরে লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেস, ৮ হাতির মৃত্যু

Rajdhani Express Accident: নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস আসছিল। সেই সময়ই জঙ্গল থেকে বেরিয়ে  লাইন পারাপার করছিল একপাল হাতি। ঘন কুয়াশা থাকায় দূর থেকে কিছু দেখা যাচ্ছিল না। সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। 

Train Accident: হাতির পালে ধাক্কা মেরে লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেস, ৮ হাতির মৃত্যু
অসমে ট্রেন দুর্ঘটনা।Image Credit source: X

|

Dec 20, 2025 | 9:22 AM

গুয়াহাটি: ভোরের কুয়াশায় কিছু দেখা যায়নি। একপাল হাতিকে ধাক্কা রাজধানী এক্সপ্রেসের। লাইনচ্যুত রাজধানীর পাঁচটি কামরা। ট্রেনের ধাক্কায় আটটি হাতির মৃত্যু হয়েছে বলেই খবর। আপাতত বন্ধ ট্রেন চলাচল।

শনিবার, ২০ ডিসেম্বর ভোরবেলায় অসমের যমুনামুখ-কামপুর সেকশনে দুর্ঘটনা ঘটে। নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের লুমডিং ডিভিশনের মধ্যে পড়ছে এই জায়গা। জানা গিয়েছে, সাইরং-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস আসছিল। সেই সময়ই জঙ্গল থেকে বেরিয়ে  লাইন পারাপার করছিল একপাল হাতি। ঘন কুয়াশা থাকায় দূর থেকে কিছু দেখা যাচ্ছিল না। সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

গুয়াহাটি থেকে ১২৬ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটেছে। ওই অংশটি হাতি করিডর নয়। ট্রেনের লোকো পাইলট জানিয়েছেন, তিনি হাতির পাল দেখতে পেয়েই ইমার্জেন্সি ব্রেক কষেন। কিন্তু হাতির পাল আরও এগিয়ে আসায় দুর্ঘটনা এড়ানো যায়নি, ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। জোরাল সংঘর্ষের জেরে ট্রেনের ইঞ্জিন ও পাঁচটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। তবে দুর্ঘটনায় কোনও যাত্রীর হতাহতের খবর এখনও মেলেনি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, আটটি হাতি লাইন পার করছিল। একাধিক হাতির মৃত্য়ু হয়েছে ট্রেনের ধাক্কায়। দুর্ঘটনার পরই একটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। রেল আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। শুরু করা হয়েছে উদ্ধারকাজ।

সূত্রের খবর, রাজধানীর কামরা লাইনচ্যুত হওয়ায় এবং হাতিগুলির দেহ ছিন্নভিন্ন হয়ে ট্র্যাকে ছড়িয়ে থাকায় উদ্ধারকাজে বেশ সময় লাগছে। অসমের উপরের অংশ ও উত্তর-পূর্ব ভারতের রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ।

যে কোচগুলি লাইনচ্যুত হয়েছে, সেই কোচের যাত্রীদের উদ্ধার করে অন্য কামরায় পাঠানো হয়েছে। গুয়াহাটি পৌঁছলে ট্রেনে অতিরিক্ত কোচ যোগ করা হবে বলেই রেল সূত্রে খবর।