Train Derailed: বিমান ভেঙে পড়ার কয়েক ঘণ্টা পরই বড় বিপদ এড়াল রেল, লাইন থেকে ছিটকে গেল কোচ

Train Derailed: ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য সামনে আসেনি। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। আপাতত ওই রুটে বন্ধ ট্রেন চলাচল।

Train Derailed: বিমান ভেঙে পড়ার কয়েক ঘণ্টা পরই বড় বিপদ এড়াল রেল, লাইন থেকে ছিটকে গেল কোচ
বড় দুর্ঘটনা এড়াল রেলImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 12, 2025 | 6:36 PM

নয়া দিল্লি: একদিকে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। বিমান থেকে উদ্ধার করা হয়েছে একের পর এক দগ্ধ দেহ। তারই মধ্যে বড়সড় বিপদ এড়াল রেল। বৃহস্পতিবার বিকেলে অর্থাৎ আহমেদাবাদের বিমান দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরই লাইনচ্যুত হয়ে গেল একটি ট্রেন।

নিজামুদ্দিন থেকে গাজিয়াবাদের দিকে যাচ্ছিল ট্রেনটি। শিবাজী ব্রিজ স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গিয়েছে ট্রেনের একটি কোচ। 64419 নম্বর ওই ট্রেনের চতুর্থ কোচ লাইন থেকে ছিটে যায়।

কোচ লাইনচ্যুত হওয়ার পর ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। আপাতত আটকে রয়েছে ট্রেন। ওই রুটে কোনও ট্রেন চলাচল করছে না। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার দুপুরেই ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে আহমেদাবাদে। টেক অফের পরই ৬২৫ ফুট উঁচু থেকে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানে থাকা ২৪২ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে।