Train Ticket: জেনারেল টিকিট কেটে যে কোনও ট্রেনে উঠে পড়া যাবে না আর! রেলের নিয়মে আসছে বড় বদল?
Train Ticket: কিছুদিন আগেই নয়া দিল্লি রেল স্টেশনে প্রবল ভিড়ের পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। দুর্ঘটনায় ১৮ জন প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনার তদন্ত করা হচ্ছে। তারপরই জেনারেল টিকিটের নিয়ম পরিবর্তন করা হবে বলে জানা যাচ্ছে।

নয়া দিল্লি: ভারতে প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন। সংরক্ষিত কোচ ও অসংরক্ষিত কোচে ভ্রমণ করেন যাত্রীরা। সংরক্ষিত কোচের জন্য আগে থেকে টিকিট বুকিং করতে হয়। থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি, এসি চেয়ার কার, স্লিপার বা সেকেন্ড সিটিং-এর মতো কোচের জন্য টিকিট কাটতে হয়। এছাড়া রয়েছে অসংরক্ষিত কোচ। সেখানে ওঠার জন্য কাটতে হয় জেনারেল টিকিট।
রেল স্টেশনে পৌঁছেই জেনারেল টিকিট কাটা যায়। বহু যাত্রীই এভাবে জেনারেল কোচে যাতায়াত করেন। কিন্তু এবার সেই জেনারেল টিকিটের ক্ষেত্রে নিয়মে কিছু বদল আনা হতে পারে।
কিছুদিন আগেই নয়া দিল্লি রেল স্টেশনে প্রবল ভিড়ের পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। দুর্ঘটনায় ১৮ জন প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনার তদন্ত করা হচ্ছে। তারপরই জেনারেল টিকিটের নিয়ম পরিবর্তন করা হবে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, এখন থেকে জেনারেল টিকিটেও ট্রেনের নাম লেখা থাকবে। বর্তমানে কোনও ট্রেনের নাম লেখা থাকে না, অর্থাৎ টিকিট কাটলে যে কোনো ট্রেনের অসংরক্ষিত কোচে ওঠা যাবে। কিন্তু টিকিটে ট্রেনের নাম লেখা থাকলে যাত্রীরা আর ট্রেন পরিবর্তন করতে পারবেন না।
তবে অনেকেই হয়ত জানেন না জেনারেল টিকিটের বৈধতা থাকে। টিকিট কাটার পর ৩ ঘন্টার মধ্যেই যাত্রা শুরু করতে হয়, নাহলে টিকিটটি অবৈধ হয়ে যায়।
