Video: ‘মা আমার চকোলেট খেয়ে নেয়, মাকে জেলে ভরো,’ থানায় এসে কাতর আর্জি খুদের, দেখুন ভিডিয়ো
Video: মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ ৩ বছরের এক খুদে। তার অভিযোগ, মা তার চকোলেট চুরি করে নেয়।

ভোপাল: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ঘোরাফেরা করছে। সেই ভিডিয়োতে ৩ বছরের এক নিষ্পাপ শিশুকে অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হতে দেখা গিয়েছে। অভিযোগ খোদ তার মায়ের বিরুদ্ধেই। সেই খুদের মূলত অভিযোগ হল, মা তাকে চকোলেট ও ক্যান্ডি খেতে দেয় না। এখানেই থেমে থাকেনি খুদে। এই ‘অপরাধে’ মাকে জেলে ভরার আর্জিও জানিয়েছে খুদে। আর এই ভিডিয়োই সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বুরহানপুর জেলার দেধতালাই গ্রামের ঘটনা। বাবাকে নিয়ে পুলিশ স্টেশনে হাজির বছর তিনের এক খুদে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, পুলিশকে ম্যাডামকে সে বলছে, তার মা তাকে চকোলেট খেতে দেয় না। মহিলা কনস্টেবলকে সে বলেছে, ‘মাম্মা আমার চকোলেট চুরি করে নেয়। মাকে জেলে ভরো।’ সে আরও বলেছে, ক্যান্ডি ও চকোলেটের জন্য বায়না করলে তার মা মারে। এদিকে একরত্তির এই অভিযোগ পেয়ে হাসবেন না রাগি রাগি মুখ করে থাকবেন তা ভেবে কূল পাচ্ছেন না মহিলা কনস্টেবল। শিশুর কথা মন দিয়ে শুনছেন এবং গভীর মনযোগ দিয়ে বিষয়টি বিবেচনা করছেন এই ভান করে একরত্তির দেওয়া সমস্ত তথ্য় নোট করছেন মহিলা কনস্টেবল।
मां ने मारा थप्पड़ तो थाने पहुंचा मासूम, कहा- मम्मी मेरी चॉकलेट चुराती हैं, उन्हें जेल भेज दो #Burhanpurpic.twitter.com/8dbVVj7mTH
— Gaurav Agrawal (@GauravAgrawaal) October 17, 2022
মহিলা কনস্টেবল নিজের হাসি চেপে রাখার চেষ্টা করলেও খুদের অভিযোগ শুনে পুলিশ স্টেশনে উপস্থিত সকলে হাসিতে ফেটে পড়েন। এদিকে খুদের বাবা বলেছেন, ‘ওকে স্নান করানোর পর ওর মা চোখে কাজল লাগিয়ে দিচ্ছিল। কিন্তু সেই সময় চকোলেট খাব বলে বায়না জুড়ে বসে ও। তাই ওর মা সজোরে থাপ্পর মারে। তারপরই কান্না শুরু হয় ওর এবং আমাকে পুলিশ স্টেশনে নিয়ে আসতে বলে। তাই ওকে এখানে নিয়ে এসেছি।’ সাব-ইনস্পেক্টর প্রিয়াঙ্কা নায়ক জানিয়েছেন, শিশুর অভিযোগ শুনে সবাই হেসে ফেলেছিলেন। তিনি বলেন, ‘আমি পরে ওকে বুঝিয়েছি, তার মায়ের কোনও খারাপ উদ্দেশ্য নেই এবং তারপর ও বাড়ি চলে গিয়েছে।’ পুলিশ অভিযোগ না লিখলেও সোশ্যাল মিডিয়ায় একরত্তির এই মিষ্টি ভিডিয়ো মন কেড়েছে নেটিজ়েনদের।
