Tricolour Unfurled: স্বাধীনতা দিবসের সঙ্গে প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের কী ফারাক জানেন

Jan 26, 2024 | 2:27 PM

প্রজাতন্ত্র দিবসের পাশাপাশি স্বাধীনতা দিবসেও পতাকা তোলা হয়। কিন্তু স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসে পতাকা তোলার মধ্যে উল্লেখযোগ্য ফারাক রয়েছে। স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়। কিন্তু প্রজাতন্ত্র দিবসে তা করা হয় না। প্রজাতন্ত্র দিবসে পতাকা উন্মোচন করা হয়।

Tricolour Unfurled: স্বাধীনতা দিবসের সঙ্গে প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের কী ফারাক জানেন
প্রতীকী ছবি
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে গোটা দেশে। সকাল থেকেই দেশের রাজধানী-সহ বিভিন্ন রাজ্যের রাজধানীতে হয়েছে পতাকা উন্মোচন। সেই সঙ্গে প্যারেড এবং বিভিন্ন থিমে সজ্জিত ট্যাবলো তো রয়েইছে। প্রজাতন্ত্র দিবসের পাশাপাশি স্বাধীনতা দিবসেও পতাকা তোলা হয়। কিন্তু স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসে পতাকা তোলার মধ্যে উল্লেখযোগ্য ফারাক রয়েছে। স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়। কিন্তু প্রজাতন্ত্র দিবসে তা করা হয় না। প্রজাতন্ত্র দিবসে পতাকা উন্মোচন করা হয়। কিন্তু এর মধ্যে পার্থক্য কী জানেন?

পতাকা উত্তোলন হল পতাকা তোলার সম্পূর্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়া কোনও লৌহদণ্ডের একে বারে উপরে পতাকাকে উত্তোলন করা হয়। নীচ থেকে দড়ির মাধ্যমে পতাকা তোলা হয় কোনও দণ্ডের শীর্ষে। এই কাজ স্বাধীনতা দিবসে হয়ে থাকে। দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলন করেন ভারতের প্রধানমন্ত্রী। ব্রিটিশের হাত থেকে দেশের শাসনক্ষমতা ছিনিয়ে নেওয়ার উদযাপন হল স্বাধীনতা দিবস। তাই উত্তোলনের মাধ্যমে পতাকা প্রতিষ্ঠার বিষয়টি জড়িত রয়েছে।

অন্য দিকে প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের বদলে উন্মোচন করা হয়। কারণ ভারতের সংবিধান গৃহীত হওয়াকে উদযাপিত হয় প্রজাতন্ত্র দিবসে। এই দিনে পতাকা উত্তোলনের বদলে উন্মোচন করা হয়। এই দিনে পতাকা দণ্ডের নীচ থেকে উপরে তোলা হয় না। তা উপরেই জড়ো করা রাখা হয়। তা খোলা হলেই দণ্ডের উপর উড়তে থাকে পতাকা। এই প্রক্রিয়াকেই বলা হয় উন্মোচন।

Next Article