AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ED Case: ইডির মামলা নিয়ে সংসদে প্রশ্ন মালা রায়ের, জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

Mala Roy: এর আগে লোকসভায় সিবিআইয়ের তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছিলেন কলকাতা দক্ষিণ কেন্দ্রের সাংসদ। কেন্দ্রীয় মন্ত্রী সে প্রশ্নের জবাবও দেন। তুলে ধরেন পরিসংখ্যান।

ED Case: ইডির মামলা নিয়ে সংসদে প্রশ্ন মালা রায়ের, জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
| Edited By: | Updated on: Dec 12, 2022 | 3:28 PM
Share

নয়া দিল্লি: সিবিআইয়ের (CBI) পর এবার ইডি (ED) নিয়ে সংসদে সরব তৃণমূল সাংসদ মালা রায় (MP Mala Roy)। জন প্রতিনিধিদের বিরুদ্ধে ইডির মামলা নিয়ে এদিন আদালতে লিখিত প্রশ্ন রাখেন তিনি। দক্ষিণ কলকাতার এই তৃণমূল সাংসদ জানতে চান, গত পাঁচ বছরে কোন রাজ্যে কত কেস ইডি নথিবদ্ধ করেছে? একইসঙ্গে তাঁর প্রশ্ন, কত সংখ্যক মামলা জনপ্রতিনিধি অর্থাৎ সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে করা হয়েছে? সেই প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। মন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, কোনও রাজনৈতিক কারণে নয়। তদন্তের স্বার্থে তথ্য ও দোষীদের বিরুদ্ধে প্রমান পেতেই ইডি কাজ করছে। এর আগেও চলতি অধিবেশনে সিবিআইয়ের মামলা নিয়ে প্রশ্ন তোলেন সিবিআই। এবার ইডি নিয়ে প্রশ্ন তুললেন বাংলার সাংসদ।

মালা রায় প্রশ্ন করেন, ‘সাংসদ, বিধায়কদের বিস্তারিত জানতে চাই, গত পাঁচ বছরে যাঁদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মামলা দায়ের করেছে। রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও এবং রাজনৈতিক পরিচিত-সহ জানতে চাই। ইডি যতগুলি মামলা দায়ের করেছে তাতে কতজন দোষী সাব্যস্ত হয়েছেন, তার হারও জানানো হোক।’ উত্তরে মন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, “ইডি মামলা গ্রহণ করে তদন্তের জন্য। সেই তদন্ত হয় পর্যাপ্ত তথ্য প্রমাণের নিরিখে। রাজনৈতিক পরিচিতি বা অভিযুক্তের পরিচয়ের ভিত্তিতে হয় না।”

সিবিআইয়ের তদন্ত নিয়ে এর আগে লোকসভায় প্রশ্ন তোলেন কলকাতা দক্ষিণ কেন্দ্রের সাংসদ মালা রায়। তিনি জানতে চেয়েছিলেন, কতজন সাংসদ, বিধায়কের বিরুদ্ধে মামলা করেছে সিবিআই? তার মধ্যে কতগুলি মামলার ক্ষেত্রে চূড়ান্ত চার্জশিট পেশ করা হয়েছে? গত পাঁচ বছরে সিবিআই কতজনকে দোষী সাব্যস্ত করতে পেরেছে? গত বুধবার ৭ ডিসেম্বর সংসদে লিখিতভাবে  কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিং তার জবাব দেন।

জিতেন্দ্র সিং বলেন, ২০১৭-২০২২ সালের নভেম্বর পর্যন্ত মোট ৫৬টি মামলা রুজু হয়েছে। তার মধ্যে ২২টি ক্ষেত্রে চার্জশিট পেশ করা হয়েছে। ২০১৭ সালে সিবিআই-এর করা মামলার ৬৬.৯০ শতাংশ ক্ষেত্রে অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছেন। একই ভাবে ২০১৮ সালে ৬৮ শতাংশ, ২০১৯ সালে ৬৯.১৯ শতাংশ, ২০২০ সালে ৬৯.৮৩ শতাংশ এবং ২০২১ সালে ৬৭.৫৬ শতাংশ ক্ষেত্রে অভিযুক্তরা দোষী সাব্যস্ত হয়েছেন। একইসঙ্গে তিনি জানান, অন্ধ্রপ্রদেশের ১০ জন, উত্তর প্রদেশের ৬ জন, কেরলের ৬ জন, পশ্চিমবঙ্গের ৫ জন, অরুণাচল প্রদেশের ৫ জন, তামিলনাড়ুর ৪ জন, দিল্লির ৩ জন, বিহারের ৩ জন, মণিপুরের ৩ জন, কর্ণাটকের ২ জন, জম্মু ও কাশ্মীরের ২ জন, ছত্তীসগঢ়ের ১ জন, হরিয়ানার ১ জন, মেঘালয়ের ১ জন, উত্তরাখণ্ডের  ১ জন, মহারাষ্ট্রের ১ জন, মধ্য প্রদেশের ১ জন এবং লক্ষদ্বীপের ১ জন সাংসদ কিংবা বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু করেছে সিবিআই।