India-Bangladesh: সেভেন সিস্টার্সকে কাড়বে? বাংলাদেশকে ‘ইটের বদলা পাটকেল’ দিল ভারতীয়রা

Protest in Tripura: উত্তর-পূর্ব ভারতকে আলাদা করার যে হুমকি দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, তাকে অপমানজনক ও বিভেদ সৃষ্টিকারী বলেই উল্লেখ করে ত্রিপুরা ইয়ুথ ফেডারেশনের সদস্যরা। তিপরা মোথার যুব শাখা এটি। শুক্রবার, ১৯ ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ দেখান।

India-Bangladesh: সেভেন সিস্টার্সকে কাড়বে? বাংলাদেশকে ইটের বদলা পাটকেল দিল ভারতীয়রা
ত্রিপুরা ইযুথ ফেডারেশনের বিক্ষোভ।Image Credit source: X

|

Dec 20, 2025 | 11:26 AM

আগরতলা: সেভেন সিস্টার্সকে কেড়ে নেবে নাকি! ওপার বাংলা থেকে ক্রমাগত আসছে হুমকি। ভারত সরকার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে। এবার পথে নামল ভারতীয়রাও। ইটের জবাব পাটকেল দিয়েই দিল। ভারতের সেভেন সিস্টার্সকে দখলের হুমকির প্রতিবাদে ত্রিপুরার রাজনৈতিক দলের যুব শাখা বিক্ষোভ দেখাল বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিসের বাইরে।

উত্তর-পূর্ব ভারতকে আলাদা করার যে হুমকি দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, তাকে অপমানজনক ও বিভেদ সৃষ্টিকারী বলেই উল্লেখ করে ত্রিপুরা ইয়ুথ ফেডারেশনের সদস্যরা। তিপরা মোথার যুব শাখা এটি। শুক্রবার, ১৯ ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ দেখান।

ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে ত্রিপুরা ইয়ুথ ফেডারেশনের সদস্যরা বাংলাদেশি নেতাদের বিরুদ্ধে স্লোগান দেন এবং এমন ভারত বিরোধী মন্তব্যের প্রেক্ষিতে কড়া কূটনৈতিক পদক্ষেপের দাবি করেন।

ত্রিপুরা ইয়ুথ ফেডারেশনের প্রেসিডেন্ট সূরজ দেববর্মা বলেন, “ভারত সরকার ও আমাদের সেনাবাহিনীর জন্যই ১৯৭১ সালে বাংলাদেশের জন্ম হয়। এখন ওরা আমাদের সঙ্গে শত্রুর মতো ব্যবহার করছে, আমাদের সার্বভৌমত্বকে অপমান করছে। এটা মানা যায় না।”

অন্যদিকে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও বাংলাদেশের নেতার এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, “এটা খুব স্পষ্ট করে দিতে চাই যে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার বন্ধ না হলে আমরাও কিন্তু চুপ করে বসে থাকব না।”