Kunal Ghosh: উস্কানিমূলক ২ টি মন্তব্য, ফের কুণালের বিরুদ্ধে ত্রিপুরায় ৩টি মামলা
Kunal Ghosh: মামলার তদন্তে তৃণমূল মুখপাত্রকে তলব করল ত্রিপুরা পুলিশ। ওমরপুর ও ওম্পি থানা নোটিস পাঠিয়েছে। মামলার খবর সামনে আসার পর টিভি নাইন বাংলাতেই প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন কুণাল ঘোষ।
ত্রিপুরা: তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে আরও তিনটি মামলা রুজু হল ত্রিপুরায়। ২ মন্তব্যে আরও ৩ মামলা রুজু হয়েছে কুণালের বিরুদ্ধে। অমরপুর ওম্পি থানার নোটিস কুণাল ঘোষকে।
মামলার তদন্তে তৃণমূল মুখপাত্রকে তলব করল ত্রিপুরা পুলিশ। ওমরপুর ও ওম্পি থানা নোটিস পাঠিয়েছে। মামলার খবর সামনে আসার পর টিভি নাইন বাংলাতেই প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েই বিজেপি একের পর এক মামলায় তাঁর কণ্ঠরোধের চেষ্টা করছে।
রাম রাজ্যে কেন সীতার পাতাল প্রবেশ? প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। পাশাপাশি রাজনীতিতে ‘জয় শ্রী রাম’ স্লোগানের বিরোধিতা করেছিলেন কুণাল ঘোষ। তাঁর বিরুদ্ধে মূলত এই দুটি অভিযোগ। আগরতলার পশ্চিম থানার তরফ থেকে এর আগে নোটিস জারি হয়েছিল। এবারের দুই থানার তরফে পাঠানো নোটিসে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে।
ত্রিপুরায় যে রাজনৈতিক আবহ তৈরি করা হয়েছে অর্থাত্ বিজেপি -তৃণমূল দ্বৈরথ, তাতে এই নোটিস আরও ঘৃতাহুতি করল বলেই মনে করছেন বিশ্লেষকরা। আগরতলায় এখন পুরভোটের প্রস্তুতি চলছে। এই সপ্তাহে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
আরও নতুন তিনটি মামলা প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “বিজেপি একেবারে কোণঠাসা। ওরা ভয় পেয়ে গিয়েছে। তৃণমূলের নেতাদের হামলা-মামলা এসব দিয়ে ব্যতিব্যস্ত করার চক্রান্ত করছে ওরা। আবার তিনটে মামলা দিয়েছে তাই। ওরা রাম রাজ্য বলতে পারে। আমি সীতার অগ্নিপরীক্ষা, সীতার পাতালপ্রবেশ বলতে পারব না। ওরা মামলা দিচ্ছে। ত্রিপুরার বিভিন্ন থানায় ঘুরে ঘুরে মামলা দিচ্ছে। আমারই ভালো। ত্রিপুরা অত্যন্ত সুন্দর রাজ্য। ওখানকার অনেক জায়গায় আমার ঘোরা হয়নি। এবার ঘুরব।”
তাঁর আরও সংযোজন, “কোনও নোটিস পেলে আমি সাধারণত সশরীরে সেখানে যাই। কিন্তু এবার আদালত ঠিক করে দিক, রামায়ণের কোন অংশটা বিজেপি বলবে আর কোন অংশটা আমরা বললে বিজেপি মামলা করবে। এটা তো হবে না। ওরা যদি ভাবে মামলা দিয়ে আমার কন্ঠরোধ করবে, তা হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর ত্রিপুরা উদ্বীপ্ত হয়ে রয়েছে। ওখানকার তৃণমূল কর্মীদের ওপর হামলা হচ্ছে।” এখনও পর্যন্ত এই নিয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত সপ্তাহেই অভিষেকের (Abhishek Banerjee) সফরের আগেই ফের চাপান-উতোর শুরু হয় ত্রিপুরায় (Tripura)। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন, এমনই অভিযোগ উঠেছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে। গত শনিবারই তাঁকে থানায় তলব করা হয়।
উল্লেখ্য কয়েকদিন আগে একটি স্লোগান দিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই স্লোগানে জুড়ে দিয়েছিলেন জয় শ্রী রাম। এরপরই কুণালের স্লোগানকে ঘিরে বিতর্ক তৈরি হয়। সেই স্লোগান ঘিরেই উস্কানির অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। ত্রিপুরায় তিনি গ্রেফতার হয়ে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন কুণাল ঘোষ।