TV9 Festival of India: রাজধানীর বুকে শুরু টিভি৯ উৎসব, দুর্গাৎসবে মুখরিত ধ্যান চাঁদ স্টেডিয়াম

টিভি৯ নেটওয়ার্কের এই অনুষ্ঠানে ভারতের সংস্কৃতি তুলে ধরা হবে। দুর্গোৎসব ঘিরে দেশের বিভিন্ন ক্ষেত্রের মানুষের মধ্যে যোগসূত্র গড়ে তুলবে এই অনুষ্ঠান। যাঁদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শপিং ভালো লাগে তাঁদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠবে এই উৎসব। কারণ এই উৎসব উপলক্ষ্যে ধ্যান চাঁদ স্টেডিয়ামে থাকবে ২০০-র বেশি লাইফস্টাইল এবং শপিং স্টল।

TV9 Festival of India: রাজধানীর বুকে শুরু টিভি৯ উৎসব, দুর্গাৎসবে মুখরিত ধ্যান চাঁদ স্টেডিয়াম
টিভি৯ নেটওয়ার্কের অনুষ্ঠানে দুর্গাপুজোImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2023 | 6:44 PM

নয়াদিল্লি: নয়াদিল্লির ধ্যান চাঁদ স্টেডিয়ামে শুরু হয়েছে ‘টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’। পাঁচ দিন ধরে চলবে এই অনু্ষ্ঠান। দুর্গাপুজোর পাশাপাশি ভারতের সাংস্কৃতির বৈচিত্র ফুটে উঠবে এই টিভি৯ নেটওয়ার্ক আয়োজিত এই অনুষ্ঠানে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠানের পাশাপাশি শপিং স্টলও থাকছে। সেই সব স্টলে দেশের বিভিন্ন প্রান্তের জিনিসের পাশাপাশি থাকবে হরেক রকম খাবার।

২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবক পর্যন্ত চলবে ‘টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ অনুষ্ঠান। সকাল ১০টা থেকেই ঢোকা যাবে সেখানে। ইন্ডিয়া গেটের কাছে অবস্থিত ধ্যানচ্যাঁদ স্টেডিয়ামের এই অনুষ্ঠানে প্রবেশ এবং পার্কিংয়ের জন্য কোনও টাকা দিতে হবে না। সেখানে গিয়ে দুর্গোৎসবে যোগ দিতে পারবেন।

টিভি৯ নেটওয়ার্কের এই অনুষ্ঠানে ভারতের সংস্কৃতি তুলে ধরা হবে। দুর্গোৎসব ঘিরে দেশের বিভিন্ন ক্ষেত্রের মানুষের মধ্যে যোগসূত্র গড়ে তুলবে এই অনুষ্ঠান। যাঁদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শপিং ভালো লাগে তাঁদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠবে এই উৎসব। কারণ এই উৎসব উপলক্ষ্যে ধ্যান চাঁদ স্টেডিয়ামে থাকবে ২০০-র বেশি লাইফস্টাইল এবং শপিং স্টল। টেক-গ্যাজেট, ফ্যাশনের হরেক সম্ভার থাকবে সেখানে। সেই সঙ্গে সঙ্গীতানুষ্ঠানের আকর্ষণও রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন দেশের প্রদর্শনীও চলবে সেখানে। এই অনুষ্ঠানে যোগ দিয়ে দুর্গাপুজোর অঞ্জলি দিতে পারবেন। মায়ের আরতির সাক্ষী থাকতে পারবেন। সেই সঙ্গে কুপন কেটে প্রসাদও খেতে পারবেন। এই লিঙ্কে ক্লিক করে দেখুন অনুষ্ঠানের বিস্তারিত সূচি