TV9 Festival Of India-এ এলেন এসপি সিং বাঘেল, আজ রয়েছে ডান্ডিয়া নাইট

TV9 Festival of India 2025: দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে TV9 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আসেন প্রবীণ নেতা এসপি সিং বাঘেল। তিনি দেবী দুর্গাকে প্রণাম করে পুজোয় অংশ নেন। ঘুরে দেখেন অনুষ্ঠানস্থল।

TV9 Festival Of India-এ এলেন এসপি সিং বাঘেল, আজ রয়েছে ডান্ডিয়া নাইট
এসপি সিং বাঘেল।Image Credit source: TV9 বাংলা

|

Sep 29, 2025 | 4:01 PM

নয়া দিল্লি: রাজধানীতে বসেছে চাঁদের হাট। TV9 নেটওয়ার্কের উদ্যোগে শুরু হয়েছে ফেস্টিভাল অব ইন্ডিয়া ২০২৫। এটা ফেস্টিভাল অব ইন্ডিয়ার তৃতীয় সংস্করণ। এবারও সবথেকে বড় মণ্ডপ তৈরি করা হয়েছে। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশাল মেলা বসেছে। আজ, টিভি৯ ফেস্টিভাল অব ইন্ডিয়ার দ্বিতীয় দিনে, সপ্তমীতে মণ্ডপে এলেন প্রবীণ বিজেপি নেতা তথা মৎস্য ও পশুপালন প্রতিমন্ত্রী এসপি সিং বাঘেল।

দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে TV9 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আসেন প্রবীণ নেতা এসপি সিং বাঘেল। তিনি দেবী দুর্গাকে প্রণাম করে পুজোয় অংশ নেন। ঘুরে দেখেন অনুষ্ঠানস্থল। প্রশংসা করেন এমন এক অভিনব উদ্যোগের। গতকাল এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল ও বিজেপি সাংসদ মনোজ তিওয়ারিও।

টিভি৯ ফেস্টিভাল অব ইন্ডিয়া চলবে ২ অক্টোবর পর্যন্ত। এই ফেস্টিভালে প্রবেশ বিনামূল্য। দুর্গাপুজোর পাশাপাশি বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথমদিনেই লাইভ পারফর্ম করেন বলিউডের হিট জুটি সচেত-পরম্পরা। আজ রয়েছে ডান্ডিয়া নাইট। থাকবেন ডিজে সাহিল গুলাটি। শেষদিনের অনুষ্ঠানে পারফর্ম করবেন বিখ্যাত গায়ক শান।