TV9 Festival of India: খাবারের সম্ভার থেকে নাচ-গান, রঙে ভরপুর ‘ফেস্টিভাল অব ইন্ডিয়া’

Oct 13, 2024 | 4:58 PM

TV9 Festival of India: নবরাত্রি ও দশেরা উদযাপনের জন্য ভারতীয় ও বিদেশি খাবারের ২৫০টিরও বেশি স্টল রাখা হয়েছিল। ছিল সুস্বাদু খাবারের সম্ভার। বিহারের বিখ্যাত লিট্টি-চোখা, রাজস্থানি খাবার থেকে শুরু করে পাঞ্জাবি খাবার, লখনউই কাবাব এবং দিল্লির বিখ্যাত চাটের স্টলও সাজানো হয়েছিল।

TV9 Festival of India: খাবারের সম্ভার থেকে নাচ-গান, রঙে ভরপুর ফেস্টিভাল অব ইন্ডিয়া
Image Credit source: TV9 Network

Follow Us

নয়া দিল্লি: নবরাত্রি ও দশেরা উপলক্ষে দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে আয়োজিত TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া-র আজ পঞ্চম ও শেষ দিন। এই উৎসব ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।

গত ৪ দিন ধরে চলা এই মেলায় দেশের বহু বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। আজ রবিবার শেষ দিন সকাল ৯টায় পূজার মাধ্যমে শুরু হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। পঞ্চম দিনের প্রধান আকর্ষণ হল, সিঁদুর খেলা। এতে একদিকে ঐক্য, আর একদিকে আশীর্বাদ উদযাপিত হয়।

দিল্লি-এনসিআর থেকে বিপুল সংখ্যক মানুষ এই উৎসবে অংশ নিয়েছিলেন। উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকও অংশ নিয়েছিলেন সেখানে। মেলার অন্যতম আকর্ষণ ছিল চতুর্থ দিন অর্থাৎ শনিবারের গারবা নাইট। সেখানে ঐতিহ্যবাহী লোকগান ছাড়াও জনপ্রিয় বলিউড গানের ছন্দেও তাল মেলান বহু মানুষ।

কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল এবং তার স্বামী আশিস প্যাটেলও TV9-এর দ্বিতীয়বারের এই দুর্গোৎসবে উপস্থিত ছিলেন। ছিলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং এবং কংগ্রেস নেতা পবন খেদা। TV9 নেটওয়ার্কের এমডি এবং সিইও বরুণ দাস নিজে অতিথিদের অভ্যর্থনা জানান।

বিজেপি নেতা এবং দিল্লির লোকসভা সাংসদ মনোজ তিওয়ারিও মেলায় অংশ নিয়েছিলেন। TV9 নেটওয়ার্ককেও ধন্যবাদ জানান তিনি।

উৎসবে ২৫০টি স্টল ছিল। নবরাত্রি ও দশেরা উদযাপনের জন্য ভারতীয় ও বিদেশি খাবারের ২৫০টিরও বেশি স্টল রাখা হয়েছিল। ছিল সুস্বাদু খাবারের সম্ভার। বিহারের বিখ্যাত লিট্টি-চোখা, রাজস্থানি খাবার থেকে শুরু করে পাঞ্জাবি খাবার, লখনউই কাবাব এবং দিল্লির বিখ্যাত চাটের স্টলও সাজানো হয়েছিল।

সাংস্কৃতিক ঐতিহ্য দৃশ্যমান ছিল ফেস্টিভাল জুড়ে। মঞ্চে অনেক লোকশিল্পী ছিলেন। শুধু বাংলার নয়, পাঞ্জাব ও গুজরাটের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়।

Next Article