TV9 Festival Of India: সপ্তমীতে অনুষ্ঠানে ডিজে গুলাটি, সকাল থেকেই শুরু পুজো

Durga Puja, TV9 Festival Of India: ভারতের সবচেয়ে উঁচু দুর্গা পুজো প্যান্ডেল তৈরি করা হয়েছে এবারের TV9 ফেস্টভ্যাল অফ ইন্ডিয়াতেও। আর দুর্গাপুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছে একাধিক ইভেন্টের। গতকাল, অর্থাৎ ষষ্ঠীর দিন এখানে মঞ্চ মাতিয়েছেন সাচেত ও পরম্পরা।

Sep 29, 2025 | 11:53 AM

২৮ সেপ্টেম্বর ষষ্ঠীর দিন থেকে শুরু হয়ে গিয়েছে TV9 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। আজ অনুষ্ঠানের দ্বিতীয় দিন। অনুষ্ঠান চলবে ২ অক্টোবর পর্যন্ত। নয়াদিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে TV9 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া।

ভারতের সবচেয়ে উঁচু দুর্গা পুজো প্যান্ডেল তৈরি করা হয়েছে এবারের TV9 ফেস্টভ্যাল অফ ইন্ডিয়াতেও। আর দুর্গাপুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছে একাধিক ইভেন্টের। গতকাল, অর্থাৎ ষষ্ঠীর দিন এখানে মঞ্চ মাতিয়েছেন সাচেত ও পরম্পরা। আবার আজ রয়েছে ডিজে শাহিল গুলাটির অনুষ্ঠান। আজ সন্ধে ৭টা থেকে অনুষ্ঠান মাতিয়ে তুলবেন তিনি। এ ছাড়াও অনুষ্ঠিত হবে ডান্ডিয়া নাইটসও।

আজ সারাদিনে কী কী হবে?

  • নব পত্রিকার প্রবেশ: সকাল ১০টা
  • কল্পারম্ভ: সকাল ১০টা বেজে ৩০ মিনিটে
  • সংকল্প: সকাল ১১টা
  • প্রাণ প্রতিষ্ঠা: সকাল ১১টা বেজে ৩০ মিনিটে
  • চক্ষুদান আরতি: সকাল ১১টা বেজে ৩৫ মিনিটে
  • চণ্ডীপাঠ: সকাল ১০টা বেজে ৩০ মিনিটে শুরু হবে
  • পুষ্পাঞ্জলি: সকাল ১১টা বেজে ৪৫ মিনিটে
  • ভোগ নিবেদন: দুপুর ১টায়
  • প্রসাদ বিতরণ: দুপুর ১টা বেজে ৩০ মিনিটে
  • সন্ধ্যারতি: রাত ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত

শানের পারফর্ম্যান্স

TV9 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া শুরু হয়েছে গতকাল ২৮ অক্টোবর থেকে। এই অনুষ্ঠানে অনেক বড় বড় ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন। গতকাল সাচেত-পরম্পরা বা আজ ডিজে গুলাটির পর আগামী ১ অক্টোবর গায়ক শান গান গাইবেন এই অনুষ্ঠানে। তবে শানের অনুষ্ঠানের পাশাপাশি আপনি এখানে মা দুর্গার পুজো, আরতি দেখতে পাবেন। দেখবেন কীভাবে বাঙালি ঐতিহ্য, পরম্পরা মা দুর্গার আরাধনার মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ছে গোটা দেশে।

২৮ সেপ্টেম্বর ষষ্ঠীর দিন থেকে শুরু হয়ে গিয়েছে TV9 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। আজ অনুষ্ঠানের দ্বিতীয় দিন। অনুষ্ঠান চলবে ২ অক্টোবর পর্যন্ত। নয়াদিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে TV9 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া।

ভারতের সবচেয়ে উঁচু দুর্গা পুজো প্যান্ডেল তৈরি করা হয়েছে এবারের TV9 ফেস্টভ্যাল অফ ইন্ডিয়াতেও। আর দুর্গাপুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছে একাধিক ইভেন্টের। গতকাল, অর্থাৎ ষষ্ঠীর দিন এখানে মঞ্চ মাতিয়েছেন সাচেত ও পরম্পরা। আবার আজ রয়েছে ডিজে শাহিল গুলাটির অনুষ্ঠান। আজ সন্ধে ৭টা থেকে অনুষ্ঠান মাতিয়ে তুলবেন তিনি। এ ছাড়াও অনুষ্ঠিত হবে ডান্ডিয়া নাইটসও।

আজ সারাদিনে কী কী হবে?

  • নব পত্রিকার প্রবেশ: সকাল ১০টা
  • কল্পারম্ভ: সকাল ১০টা বেজে ৩০ মিনিটে
  • সংকল্প: সকাল ১১টা
  • প্রাণ প্রতিষ্ঠা: সকাল ১১টা বেজে ৩০ মিনিটে
  • চক্ষুদান আরতি: সকাল ১১টা বেজে ৩৫ মিনিটে
  • চণ্ডীপাঠ: সকাল ১০টা বেজে ৩০ মিনিটে শুরু হবে
  • পুষ্পাঞ্জলি: সকাল ১১টা বেজে ৪৫ মিনিটে
  • ভোগ নিবেদন: দুপুর ১টায়
  • প্রসাদ বিতরণ: দুপুর ১টা বেজে ৩০ মিনিটে
  • সন্ধ্যারতি: রাত ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত

শানের পারফর্ম্যান্স

TV9 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া শুরু হয়েছে গতকাল ২৮ অক্টোবর থেকে। এই অনুষ্ঠানে অনেক বড় বড় ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন। গতকাল সাচেত-পরম্পরা বা আজ ডিজে গুলাটির পর আগামী ১ অক্টোবর গায়ক শান গান গাইবেন এই অনুষ্ঠানে। তবে শানের অনুষ্ঠানের পাশাপাশি আপনি এখানে মা দুর্গার পুজো, আরতি দেখতে পাবেন। দেখবেন কীভাবে বাঙালি ঐতিহ্য, পরম্পরা মা দুর্গার আরাধনার মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ছে গোটা দেশে।