
‘খুশিয়ো কা সফর’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘খুশির সফর’। এই অভিনব প্রচার কৌশল নিয়ে হাজির হয়েছে Hero MotoCorp। দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে TV9 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার তৃতীয় সিজন। সেখানে Hero MotoCorp ও Hero Splendor+ এর প্রচার দারুণ সাড়া ফেলেছে। TV9 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অনুষ্ঠানের স্পনসর হিরো মোটো কর্প। দেশের শীর্ষস্থানীয় দু’চাকার গাড়ি প্রস্তুতকারক Hero MotoCorp, আইকনিক Hero Splendor+ বাইক তাদের গ্রাহকদের কেমন কানেকশন, সেটা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে।
TV9 নেটওয়ার্ক দ্বারা আয়োজিত এই ফেস্টিভ্যালে Hero Splendor+ এর বেশ কয়েকজন মালিক তাঁদের জীবনে এই বাইকটি কীভাবে আনন্দ এনে দিয়েছে এবং কোন কোন স্মরণীয় মুহূর্ত এনে দিয়েছে, সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। হিরো কোম্পানির বাইক ব্যবহার করা এক গ্রাহক বলেছেন, ‘প্রথমবার বাবার হিরো বাইক নিয়ে ডেটে গিয়েছিলাম। আজ অবধি আমরা একসঙ্গে আছি।’ অপর এক গ্রাহক বলেন, ‘সাইকেল চালানো শিখেছিলাম হিরো ব্র্যান্ডের সাইকেলে। বড় হয়ে বাইক চালানোও শিখি হিরোর বাইকে। তাই আমার মতে হিরো একটা ব্র্যান্ড নয়, একটা ইমোশন।’ আর এক হিরোর গ্রাহক বলেন, ‘আমি জাঠ সম্প্রদায়ের। আমাদের এলাকার সকলে এই বাইকই নেয়। আমার প্রথম বেতন দিয়ে আমি এই বাইক কিনেছিলাম।’
জনপ্রিয় গায়ক শান এই প্রচার অভিযানের থিম সংটি গেয়েছেন। যা সকলের মনে দাগ কেটেছে। হিরো মোটোকর্পের এই নতুন ক্যাম্পেইনটির মূল লক্ষ্য কোম্পানির পণ্য এবং গ্রাহকদের সঙ্গে এক বিশ্বাসের সম্পর্ক আরও জোরাল করে তোলা। এই উৎসবে অংশগ্রহণকারীরা কোম্পানির আইকনিক বাইক হিরো স্প্লেন্ডার+ এর মান এবং উন্নত প্রযুক্তি নিয়েও বিস্তারিত জানতে পেরেছেন। হিরো স্প্লেন্ডার প্লাস বাইকে রয়েছে নানা সুবিধা। যেমন – ব্লুটুথ কানেকশন, অতিরিক্ত সেফটি, ডিস্ক ব্রেক ও দারুণ মাইলেজ। এর পাশাপাশি এই বাইক অত্যন্ত নির্ভরযোগ্যতাও দিচ্ছে।