TV9 Festival of India: TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়ায় আজ ঢাক বাজানো-ধুনুচি নাচের প্রতিযোগিতা

Oct 11, 2024 | 6:37 PM

TV9 Festival of India: TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় আজ অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় ডান্ডিয়া ও গরবা নাইট ছাড়াও থাকবে ঢাক ও ধুনুচি নাচের প্রতিযোগিতা। সন্ধ্যা সাড়ে ছটা থেকে শুরু হচ্ছে ডান্ডিয়া এবং গরবা নাইট। রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত চলবে ঢাক বাজানো ও ধুনুচি নাচের প্রতিযোগিতা।

TV9 Festival of India: TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়ায় আজ ঢাক বাজানো-ধুনুচি নাচের প্রতিযোগিতা
TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়ায় চলছে মহাষ্টমীর পুজো
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: দুর্গাপুজো উপলক্ষে দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে শুরু হয়েছে TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। আজ এই উৎসবের তৃতীয় দিন। উৎসব চলবে পাঁচ দিন ধরে। গত তিন দিনে হাজার হাজার মানুষ এই উৎসবে যোগ দিয়েছেন। এই উৎসবে স্টল দিয়েছেন যাঁরা, তাঁরাও ভাল লাভ করেছেন। হাজার হাজার টাকার লেনদেন হয়েছে। গ্রাহকরাও এখানে দেশ-বিদেশের দুর্লভ জিনিসপত্র কিনতে পেরেছেন। বিভিন্ন লোভনীয় খাবারে তৃপ্ত হয়েছে রসনাও।

উৎসবের তৃতীয় দিনে আজ পূজা ও ভোগ আরতির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহাঅষ্টমী। হয়েছে সন্ধিপূজাও। অষ্টমী তিথির শেষে এবং নবমী তিথির শুরুতে এই পূজা করা হয়। পাঁচ দিন ধরেই এই উৎসবে থাকছে নানা আকর্ষণ। এদিন ভোগ আরতিরও আয়োজন ছিল। সকলেই মায়ের ভোগ গ্রহণ করেন।

এই উৎসবে যোগ দিয়েছেন বহু মানুষ

TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় আজ অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় ডান্ডিয়া ও গরবা নাইট ছাড়াও থাকবে ঢাক ও ধুনুচি নাচের প্রতিযোগিতা। সন্ধ্যা সাড়ে ছটা থেকে শুরু হচ্ছে ডান্ডিয়া এবং গরবা নাইট। রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত চলবে ঢাক বাজানো ও ধুনুচি নাচের প্রতিযোগিতা।

TV9K ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার মেগা লাইফস্টাইল এক্সপোতে বিভিন্ন দেশের ২৫০টিরও বেশি স্টল রয়েছে। TV9 নেটওয়ার্কের আয়োজনে এই জমকালো উৎসব চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

Next Article