
ডান্ডিয়া নাচে ফেস্টিভাল অব ইন্ডিয়াকে মাতিয়ে তুললেন নৃত্যশিল্পীরা। তাঁদের নাচে মজলেন দর্শনার্থীরা।

কেউ হাততালি দিলেন। কেউ ভিডিয়ে করতে ব্যস্ত। সবমিলিয়ে উপভোগ করলেন ডান্ডিয়া নাচ।

টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়া শুরু হয়েছে ৯ অক্টোবর। রবিবার, ১৩ অক্টোবর পর্যন্ত চলবে উৎসব।

দেশ-বিদেশের ২৫০-র বেশি স্টল রয়েছে ফেস্টিভাল অব ইন্ডিয়ায়। এখানে মেকআপ সামগ্রী থেকে ঘর সাজানোর জিনিসপত্র, শাড়ি পাওয়া যায়।

রয়েছে দেশের নানা প্রান্তের খাবারও। দিল্লির স্ট্রিট ফুড থেকে বাংলার নানা রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে।

ফেস্টিভাল অব ইন্ডিয়ায় কোনও প্রবেশমূল্য নেই। যে কেউ ঢুঁ মারতে পারেন অনুষ্ঠানে মেতে উঠতে।