TV9 festival of India: ফেস্টিভাল অব ইন্ডিয়ায় ডান্ডিয়া নাচে মজলেন দর্শনার্থীরা

Oct 12, 2024 | 10:46 PM

TV9 festival of India: দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে টিভি৯-র দুর্গাপুজো। ৯ অক্টোবর থেকে শুরু হয়েছে ফেস্টিভাল অব ইন্ডিয়া। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন নানা অনুষ্ঠানে মজেছেন দর্শনার্থীরা। কেনাকাটার জন্য রয়েছে ২৫০-র বেশি স্টল। রয়েছে ভারতের বিভিন্ন প্রান্তের খাবার।

1 / 6
ডান্ডিয়া নাচে ফেস্টিভাল অব ইন্ডিয়াকে মাতিয়ে তুললেন নৃত্যশিল্পীরা। তাঁদের নাচে মজলেন দর্শনার্থীরা।

ডান্ডিয়া নাচে ফেস্টিভাল অব ইন্ডিয়াকে মাতিয়ে তুললেন নৃত্যশিল্পীরা। তাঁদের নাচে মজলেন দর্শনার্থীরা।

2 / 6
কেউ হাততালি দিলেন। কেউ ভিডিয়ে করতে ব্যস্ত। সবমিলিয়ে উপভোগ করলেন ডান্ডিয়া নাচ।

কেউ হাততালি দিলেন। কেউ ভিডিয়ে করতে ব্যস্ত। সবমিলিয়ে উপভোগ করলেন ডান্ডিয়া নাচ।

3 / 6
টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়া শুরু হয়েছে ৯ অক্টোবর। রবিবার, ১৩ অক্টোবর পর্যন্ত চলবে উৎসব।

টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়া শুরু হয়েছে ৯ অক্টোবর। রবিবার, ১৩ অক্টোবর পর্যন্ত চলবে উৎসব।

4 / 6
দেশ-বিদেশের ২৫০-র বেশি স্টল রয়েছে ফেস্টিভাল অব ইন্ডিয়ায়। এখানে মেকআপ সামগ্রী থেকে ঘর সাজানোর জিনিসপত্র, শাড়ি পাওয়া যায়।

দেশ-বিদেশের ২৫০-র বেশি স্টল রয়েছে ফেস্টিভাল অব ইন্ডিয়ায়। এখানে মেকআপ সামগ্রী থেকে ঘর সাজানোর জিনিসপত্র, শাড়ি পাওয়া যায়।

5 / 6
রয়েছে দেশের নানা প্রান্তের খাবারও। দিল্লির স্ট্রিট ফুড থেকে বাংলার নানা রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে।

রয়েছে দেশের নানা প্রান্তের খাবারও। দিল্লির স্ট্রিট ফুড থেকে বাংলার নানা রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে।

6 / 6
ফেস্টিভাল অব ইন্ডিয়ায় কোনও প্রবেশমূল্য নেই। যে কেউ ঢুঁ মারতে পারেন অনুষ্ঠানে মেতে উঠতে।

ফেস্টিভাল অব ইন্ডিয়ায় কোনও প্রবেশমূল্য নেই। যে কেউ ঢুঁ মারতে পারেন অনুষ্ঠানে মেতে উঠতে।

Next Photo Gallery