
নয়া দিল্লি: “চাঁদ সিফারিশ” এবং “বম বম বোলে”-এর মতো সুপারহিট গানগুলিকে সাজিয়েছেন তাঁর সুরেলা কণ্ঠে। বিখ্যাত বলিউড প্লেব্যাক গায়ক শানকে চোখের সামনে গাইতে দেখার সুযোগ কে মিস করতে পারে? TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়া (Festivals Of India)-এর মঞ্চে শান তাঁর সুরেলা কণ্ঠের জাদু ছড়িয়ে দিচ্ছেন। তাঁকে দেখতে দূর-দূরান্ত থেকে দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে ভিড় করছেন সঙ্গীতপ্রেমীরা।
শানের গান সকলেরই পছন্দ। প্লেব্যাক গায়ক হিসেবে তিনি অনেক হিট গান গেয়েছেন। তিনি চাঁদ সিফারিশ, জব সে তেরে নায়না, হে সোনা, মাই দিল গোজ হুম, ইজ দ্য পার্টি, চার কদম, কুছ তো হুয়া হ্যায়, তুনে মুঝে পেহচান না, ইয়ে লডকি কিউ, বহ্তি হাওয়া সা থা ওহ, কোই নাহি হ্যায় কামরে মে-এর মতো অসাধারণ গান গেয়েছেন।
শারদীয়া ও নবরাত্রির সময় মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে TV9 ফেস্টিভাল অফ ইন্ডিয়া। এটি তৃতীয় সিজন। ২৮ সেপ্টেম্বর ছিল অনুষ্ঠানের প্রথম দিন, যেখানে বিখ্যাত বলিউড গায়ক জুটি সচেত এবং পরম্পা তাদের কণ্ঠ দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন। পরেরদিন পারফর্ম করেন ডিজে গুলাটি। ছিল ডান্ডিয়া নাইট। ৩০ সেপ্টেম্বরও ডিজে অর্ক পারফর্ম করেন। লাইভ পারফরম্যান্স ছাড়াও রয়েছে সুস্বাদু খাবার, দেশ-বিদেশের হরেক পণ্যের স্টল।
TV9-এর Festivals of India-তে মঞ্চ মাতাচ্ছেন গায়ক শান। আজ এই পাঁচ দিনের উৎসবের চতুর্থ দিন। ডান্ডিয়া নাইট এবং আরও অনেক দর্শনীয় লাইভ কনসার্ট উপভোগ করতে মান্ডি হাউস বা সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন থেকে একটি অটো নিয়ে পৌঁছে যান মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে।