গান শুনবেন সচেত-পরম্পরার, TV9 Networks-র MD-CEO বরুণ দাসের হাতে উদ্বোধন হয়ে গেল TV9 Festival of India-র

TV9 Festival of India: আজ থেকেই TV9 Festival of India শুরু হচ্ছে।দেশের বৃহত্তম লাইফস্টাইল এক্সপো এটি। এই বছর উদযাপন আরও জাঁকজমকপূর্ণ হতে চলেছে। সংস্কৃতি থেকে শুরু করে বিনোদন- এক অসাধারণ অভিজ্ঞতা দেবে এই অনুষ্ঠান। এখানে কেনাকাটাও করতে পারবেন, বসছে দেশ-বিদেশের নানা স্টল।

গান শুনবেন সচেত-পরম্পরার, TV9 Networks-র MD-CEO বরুণ দাসের হাতে উদ্বোধন হয়ে গেল TV9 Festival of India-র
উদ্বোধন হয়ে গেল Tv9 Festival Of India-র।Image Credit source: TV9 নেটওয়ার্ক

|

Sep 28, 2025 | 11:54 AM

বাঙালির সারা বছরের অপেক্ষার অবসান। ষষ্ঠীতে বোধন হয়ে গেল দেবী দুর্গার। তবে পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকেন এবং দুর্গাপুজোর সময় বাড়ি ফিরতে পারেননি, তাদের মন খারাপের কোনও কারণ নেই। রাজধানী দিল্লিতে টিভি৯ নেটওয়ার্কের উদ্যোগে দেবী দুর্গার আবাহন করা হচ্ছে। আর তার সঙ্গেই আয়োজন করা হয়েছে টিভি৯ ফেস্টিভাল অব ইন্ডিয়ার ( TV9 Festival of India)। আজ, ষষ্ঠীতে দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে টিভি৯ নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও বরুণ দাসের হাত ধরে উদ্বোধন হয়ে গেল ফেস্টিভাল অব ইন্ডিয়ার।

আজ থেকেই TV9 Festival of India শুরু হচ্ছে।দেশের বৃহত্তম লাইফস্টাইল এক্সপো এটি। এই বছর উদযাপন আরও জাঁকজমকপূর্ণ হতে চলেছে। সংস্কৃতি থেকে শুরু করে বিনোদন- এক অসাধারণ অভিজ্ঞতা দেবে এই অনুষ্ঠান। এখানে কেনাকাটাও করতে পারবেন, বসছে দেশ-বিদেশের নানা স্টল। নবরাত্রির সময় দুর্গাপুজো দেখতে   চাইলে আপনি এখানে আসতে পারেন। ৫ দিন ধরে চলবে TV9 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া।

অনুষ্ঠানসূচি-

২৮ সেপ্টেম্বর- ষষ্ঠী সকাল সাড়ে ১০টায় টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার অনুষ্ঠান হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে।

উৎসবের প্রথম দিনে, আজ, বেখায়ালি, মাইয়া মাইনু, পাল পাল দিল কে পাস, রাঁঝানা, মালাং সাজনা, চুরা লিয়া এবং হর হর মহাদেবের মতো গান গাওয়া বিখ্যাত বলিউড গায়ক জুটি সচেত এবং পরম্পরা গান গাইবেন ফেস্টিভাল অব ইন্ডিয়ায়। সন্ধে ৭টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে। এছাড়া সারা দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

TV9 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার দ্বিতীয় দিন, ২৯ সেপ্টেম্বর ডিজে নাইট অনুষ্ঠিত হবে, যেখানে তারকা ডিজে সাহিল গুলাটি পরিবেশনা করবেন। ১  অক্টোবর, মহা নবমীতে বিখ্যাত গায়ক শান তার লাইভ পারফরর্ম্যান্স দিয়ে দর্শকদের মোহিত করবেন। ২ অক্টোবর সিঁদুর খেলা এবং বিসর্জনের মাধ্যমে উৎসবটি শেষ হবে। পূজা শুরু হবে সকাল ৯টা থেকে।