Satta Sammelan: শাসক থেকে বিরোধী, হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে-তে এক মঞ্চে সবাই, বক্তব্য রাখবেন কে কে?
TV9 Network Satta Sammelan: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর সহ শীর্ষ রাজনৈতিক নেতারা আগেই উপস্থিত হয়েছেন কনক্লেভের মঞ্চে। এছাড়াও শিল্প থেকে শুরু করে বিনোদন, ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ দিনে আয়োজন করা হয়েছে "সত্তা সম্মেলনের"।
নয়া দিল্লি: দেশের বৃহত্তম নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে সবথেকে বড় সম্মেলন, “হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে”। ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি নয়া দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এই কনক্লেভ। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর সহ শীর্ষ রাজনৈতিক নেতারা। এছাড়াও শিল্প থেকে শুরু করে বিনোদন, ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ দিনে আয়োজন করা হয়েছে “সত্তা সম্মেলনের”। এই সম্মেলনে কে কে উপস্থিত থাকবেন, দেখে নিন-
অনুষ্ঠানসূচি-
উদ্বোধনী অনুষ্ঠান– সকাল ৯টা ৫৫ মিনিট থেকে শুরু হবে অনুষ্ঠান। বক্তব্য রাখবেন TV9 নেটওয়ার্কের সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর বরুণ দাস।
সকাল ১০টায় শুরু হবে “অ্য ব্রেভ নিউ ইন্ডিয়া” শীর্ষক অনুষ্ঠান। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
সকাল ১০টা ৪৫ মিনিটে “২০২৪: ব্যাটেল ফর ব্যালট” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন কংগ্রেসের মিডিয়া ও পাবলিসিটি চেয়ারম্যান পবন খেরা।
সকাল ১১টা ২৫ মিনিটে “গ্লোবাল গুরু” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন স্বামী রামদেব।
দুপুর ১২টায় “দ্য নিউ কাশ্মীর স্টোরি” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
দুপুর ১২টা ২৫ মিনিটে “ওয়ান নেশন, ওয়ান কন্সটিটিউশন” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেব উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।
১২টা ৫০ মিনিটে “দ্য নিউ ইন্ডিয়া গ্যারান্টি” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ও ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।
দুপুর ১টা ২০ মিনিটে “দ্য নিউ ইন্ডিয়া গ্যারান্টি” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।
দুপুর ১টা ৪০ মিনিটে “দ্য কিসান কাউন্ড্রাম” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা।
দুপুর ৩টে থেকে শুরু হবে “আপ কি মান” শীর্ষক অনুষ্ঠান। বক্তব্য রাখবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
দুপুর ৩টে ৪৫ মিনিটে “দ্য মোদী গ্য়ারান্টি” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
বিকেল ৪টে ১৫ মিনিটে “অল ইন্ডিয়া ভাইজান” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন এআইএমআইএম সভাপতি আসাউদ্দিন ওয়াইসি।
বিকেল ৫টা ৫ মিনিট থেকে শুরু হবে “আব কি বার, ৪০০ পার?” শীর্ষক অনুষ্ঠান। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব।
বিকেল সাড়ে ৫টায় “হিন্দুও কা হিন্দুস্তান” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
সন্ধে ৬টা ২০ মিনিটে “তিসরি বার, মোদী সরকার?” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
সন্ধে ৭টায় “ইন্ডিয়া মে সাব বাটে হুয়ে হ্যায় জি?” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।
সন্ধে ৭টা ৫৫ মিনিটে “ইন্ডিয়া কা অর্জুন” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।
রাত ৯টায় “দ্য মাস্টার স্ট্রাটেজিস্ট” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।