
নয়া দিল্লি: যে কোনও দেশের উন্নয়নের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নারী ক্ষমতায়ন। মোদী সরকারও বিগত ১০ বছরে নারী ক্ষমতায়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। এ দিন জাতীয় মহিলা কমিশনের সদস্য খুশবু সুন্দরও নারী ক্ষমতায়নের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। একইসঙ্গে যুব সমাজের উপরে সিনেমার প্রভাব নিয়েও কথা বলেন তিনি।
এ দিন TV9 নেটওয়ার্কের সামিটে “ফিমেল প্রোটাগনিস্ট: দ্য নিউ হিরো” শীর্ষক আলোচনা সভায় জাতীয় মহিলা কমিশনের সদস্য খুশবু সুন্দর বলেন, “আমার মায়ের সঙ্গে বাবা যে আচরণ করত, তা দেখেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে অবলা, অসহায় নারী হব না। আমার মা-ও চেয়েছিলেন যে আমি যেন তাঁর মতো সব কথায় হ্যাঁ হ্যাঁ বলা পুতুলে পরিণত না হই। এই ক্ষেত্রে আমার পুরুষ সহকর্মীরাও আমায় সাহস জুগিয়েছেন। আমি কখনও অবলা নারী চিন্তাধারা নিয়ে চলিনি।”
চলচ্চিত্রে নারীদের ভূমিকা ও তাদের উপস্থাপন নিয়েও কথা বলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য খুশবু সুন্দর। তিনি বলেন, “যারা অ্যানিমালের মতো সিনেমা দেখেন, তাদের মানসিকতা কী, তা বোঝা দরকার। অ্যানিমালের মতো সিনেমা সকলে পছন্দ করছেন, এই চিন্তাধারা বদলানো উচিত। আমার মেয়েও বিনা অনুমতিতে, আমায় লুকিয়ে অ্যানিমাল দেখতে গিয়েছিল। কখন সে কথা জানিয়েছে? বাড়ি ফিরে এসে। তবে ও বাড়ি ফিরে বলেছে যে এই ধরনের সিনেমা দেখতে যাবে না আর।”
খুশবু বলেন, “আমাদের যুব সমাজ অ্যানিমাল ও কবীর সিংয়ের মতো সিনেমা দেখছে। বারবার এই ধরনের সিনেমা দেখছে। তা পছন্দও করছে। এই ধরনের চিন্তাধারা বদলানো উচিত। আসলে যারা সিনেমা দেখতে যাচ্ছেন, তাদের মানসিকতাই সমস্যা। সিনেমায় তো তাই-ই দেখানো হচ্ছে যা সমাজে হচ্ছে। এই ধরনের সিনেমা তৈরি করে আমরা কোন দিকে যাচ্ছি?”
দেশের বৃহত্তম নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে “হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে” কনক্লেভের। আজ, ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সম্মেলন, চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি অবধি। আগামিকাল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।