নয়া দিল্লি: ভোট মিটেছে। ফের একবার সংখ্যাগরিষ্ঠ জনাদেশ পেয়েছে এনডিএ জোট। ফের একবার দেশের দায়িত্ব নরেন্দ্র মোদীর উপর। প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় টার্মের শুরুতেই এবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নতুন প্রোফাইল ছবি সেট করলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী ও প্রধানমন্ত্রীর দফতর, এক্স হ্যান্ডেলে উভয় অ্যাকাউন্টেই ঝলমল করছে নতুন ছবি। এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্টে নতুন কভার ছবিও সেট করা হয়েছে।
প্রধানমন্ত্রী মোদীর এক্স হ্যান্ডেলের প্রোফাইল ছবিতে রয়েছে তৃতীয় টার্মে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর দফতরে প্রথম দিনের ছবি। আর কভার ইমেজে আলোকিত করছে তাঁর তৃতীয় টার্মের শপথগ্রহণ পর্বের অনুষ্ঠানের ছবি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ গোটা মন্ত্রিসভার ছবি রয়েছে কভার ইমেজে। প্রধানমন্ত্রী মোদী যে তাঁর গোটা মন্ত্রিসভাকে কতটা গুরুত্ব দিয়ে দেখেন, সেই ছবিই স্পষ্ট তাঁর এক্স হ্যান্ডেলের কভার ইমেজে।
আর প্রধানমন্ত্রীর দফতরের যে এক্স হ্যান্ডেল রয়েছে, সেখানেও নতুন প্রোফাইল ছবি সেট করা হয়েছে। নতুন কভার ইমেজও এসেছে। দেশের সংবিধানে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন প্রধানমন্ত্রী মোদী, সেই ছবিটি আলোকিত হয়ে আছে প্রধানমন্ত্রীর দফতরের এক্স হ্যান্ডেলে। দেশের সংবিধানের উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে আস্থা, সংবিধান-রক্ষায় তাঁর যে অঙ্গীকার, সে কথা কারও অজানা নয়। ব্যাক টু ব্যাক তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে চলেছেন তিনি। আর তৃতীয় টার্মের পথ চলার শুরুতেই দেশের সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে যাত্রা শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।