Road accident: ডাম্পারের ধাক্কায় গাড়ি উল্টে মৃত ২ বিজেপি নেতা, পরপর কেন ৩ বার ধাক্কা মারা হল?

Road accident: নিছক পথদুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? উঠছে প্রশ্ন। ইচ্ছাকৃতভাবে তাঁদের গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছে বলে মনে করেন দুর্ঘটনায় রক্ষা পাওয়া সুরেশ চন্দা নামে এক ব্যক্তি। সংবাদসংস্থা পিটিআই-কে তিনি বলেন, "একবার নয়। ডাম্পারটি পিছন দিক থেকে প্রথমে আমাদের গাড়িতে ২ বার ধাক্কা মারে। কেউ আমাদের গাড়িতে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরেছেন বলে মনে হচ্ছে।"

Road accident: ডাম্পারের ধাক্কায় গাড়ি উল্টে মৃত ২ বিজেপি নেতা, পরপর কেন ৩ বার ধাক্কা মারা হল?
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Jan 05, 2025 | 5:13 PM

ভুবনেশ্বর: গাড়িতে ধাক্কা ডাম্পারের। মৃত্যু দুই বিজেপি নেতার। শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার সম্বলপুর জেলা। মৃতদের নাম দেবেন্দ্র নায়েক এবং মুরলীধর ছুরিয়া। দেবেন্দ্র বিজেপির গোসালা মণ্ডল সভাপতি ছিলেন। এবং মুরলীধর প্রাক্তন সরপঞ্চ। দুর্ঘটনায় রক্ষা পাওয়া এক ব্যক্তি অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে তাঁদের গাড়িতে ধাক্কা মারা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বুরলা পুলিশ স্টেশন এলাকায় ৫৩ জাতীয় সড়কে রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িতে চালক-সহ ৬ জন ছিলেন। ভুবনেশ্বর থেকে কারদোলা যাচ্ছিলেন তাঁরা। দুর্ঘটনার পর আহত ৬ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নিছক পথদুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? উঠছে প্রশ্ন। ইচ্ছাকৃতভাবে তাঁদের গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছে বলে মনে করেন দুর্ঘটনায় রক্ষা পাওয়া সুরেশ চন্দা নামে এক ব্যক্তি। সংবাদসংস্থা পিটিআই-কে তিনি বলেন, “একবার নয়। ডাম্পারটি পিছন দিক থেকে প্রথমে আমাদের গাড়িতে ২ বার ধাক্কা মারে। কেউ আমাদের গাড়িতে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরেছেন বলে মনে হচ্ছে। জাতীয় সড়ক থেকে আমাদের গাড়িটি গ্রামীণ রাস্তায় ঢুকে পড়ে। তখনও ডাম্পারটি আমাদের গাড়ির পিছু নেয়। তারপর ধাক্কা মারে। উল্টে যায় আমাদের গাড়ি।”

এই খবরটিও পড়ুন

তিনি বলেন, ডাম্পারটি প্রথম দুইবার ধাক্কা মারা পর্যন্ত তাঁর জ্ঞান ছিল। তৃতীয়বার ধাক্কা মারার পর তিনি সংজ্ঞা হারান। তাঁর বক্তব্য, “কেউ একবার ভুল করে ধাক্কা মারতে পারে। কেন পিছন থেকে তিনবার ধাক্কা মারা হবে?”

মৃত দুই নেতা ওড়িশার রাজ্য বিজেপির বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন বিধায়ক নৌর নায়েকের ঘনিষ্ঠ ছিলেন। আহতদের দেখতে হাসপাতালে যান তিনি। তাঁরও অভিযোগ, ইচ্ছাকৃতভাবে গাড়িতে ধাক্কা মারা হয়েছে।

সম্বলপুরের পুলিশ সুপার মুকেশ কুমার ভামু জানিয়েছেন, ডাম্পারটি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং তার চালককে আটক করা হয়েছে। তিনি বলেন, “মৃতদের আত্মীয়রা অভিযোগ করেছেন, ইচ্ছাকৃতভাবে গাড়িতে ধাক্কা মারা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”