লখনউ: স্কুল খুলতেই ঘরে আটকে রাখা যাচ্ছিল না আর। পুরনো বন্ধুদের টানেই রোজ স্কুলে ছুটছিল দুই ভাইবোন। মা-বাবাও স্কুলবাসের উপরই ভরসা রেখেছিলেন। বাড়ি দূরে হওয়ায় নিয়ম মতোই সবার শেষে নামার কথা ছিল ওই দুই ভাইবোনের। কিন্তু শুক্রবার বাড়িতে মা ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করলেও, বাড়ি ফিরল না কেউ। সন্তানদের খোঁজে রাস্তায় বেরতেই জানতে পারলেন, সামনেই ঘটেছে একটি বড় দুর্ঘটনা, মুখোমুখি দুটি স্কুল বাসের সংঘর্ষ (Bus Accident) হয়েছে। এরপরই বুকটা ছ্যাৎ করে উঠেছিল মায়ের। যে বিপদের আশঙ্কা করেছিলেন, তাই-ই সত্যি হল। বাড়ি ফেরা হল না দুই ভাইবোনের।
শুক্রবার উত্তর প্রদেশ পুলিশের (Uttar Pradesh Police) তরফে জানানো হয়, বৃহস্পতিবার মুজাফ্ফরনগরে মুখোমুখি দুটি স্কুলবাসের সংঘর্ষে দুই নাবালক-নাবালিকার মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন পড়ুয়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে দুইজনের মৃত্যু হয়েছে, তারা দুইজন ভাইবোন। মৃতদের নাম সমীর (১২) ও তাঁর বোন মাহা (১০)। দুইজনেই মুজাফ্ফরনগরের জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের পড়ুয়া ছিল। সমীর ষষ্ঠ শ্রেণিতে পড়ত এবং মাহা চতুর্থ শ্রেণির পড়ুয়া ছিল। শুক্রবার দাধেদু গ্রামে ওই দুই ভাইবোনের দেহ আনা হলে, গ্রামের কয়েকশো মানুষ জমায়েত হন তাদের শেষ শ্রদ্ধা জানাতে।
দুর্ঘটনার খবর পাওয়ার পরই কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালান সন্তানহারা ওই পরিবারের সঙ্গে দেখা করতে চান। এছাড়াও মিরাট ও মুজাফ্ফরনগরের দুটি হাসপাতালেও যান তিনি, ওই হাসপাতালগুলিতে বাকি আহতরা ভর্তি রয়েছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, রবীন্দ্রনাথ পাবলিক স্কুল ও জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের প্রিন্সিপাল সুলেখা সিংয়ের অভিযোগের ভিত্তিতে রবীন্দ্রনাথ পাবলিক স্কুলের বাস চালক দীপক কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপক কুমারের বিরুদ্ধে দ্রুতগতিতে গাড়ি চালানো এবং অবহেলার অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই ওই বাস চালককে হেফাজতে নেওয়া হয়েছে।