India Pakistan Border Close: ‘মা তো ভারতীয়, আমরা পাকিস্তানি…’, দু’দেশের ‘যুদ্ধ’ আবহে মাকে ছাড়াই ঘরে ফিরল দুধের শিশুরা
India Pakistan Border Close: রবিবার দুই দেশের মধ্য়েকার অশান্তিতে প্রভাব পড়েছে দুই খুদের উপরেও। তারা নিজেদের দেশ পাকিস্তানে ফিরলেও, মা আটকা পড়েছেন ভারতেই। দুই দেশের মধ্যে সমস্যা কতটা জটিল তা হয়তো বোঝার বয়স হয়নি।

নয়াদিল্লি: মা ভারতীয়। কিন্তু বিয়ে হয়েছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে। দুই দেশের সীমানা সাময়িক ভাবে বন্ধ হতেই যেন আবার ফিরে এসেছে ৪৭-এর দেশভাগের স্মৃতি। সেই সময় শিকড়ছিন্ন করে দেশ ছেড়েছিলেন বহু মানুষ। এবার শিকড়ছিন্ন হয়নি, বরং সময়, পরিস্থিতি ভুলে তাদের ফিরে যেতে হয়েছে দেশে।
রবিবার দুই দেশের মধ্য়েকার অশান্তিতে প্রভাব পড়েছে দুই খুদের উপরেও। তারা নিজেদের দেশ পাকিস্তানে ফিরলেও, মা আটকা পড়েছেন ভারতেই। দুই দেশের মধ্যে সমস্যা কতটা জটিল তা হয়তো বোঝার বয়স হয়নি, কিন্তু এটা বোঝার বয়স হয়েছে যে আপাতত এই ফাঁপরে পড়ে তাদের মাকে ছেড়ে আসতে হয়েছে দিদিমার বাড়িতে।
পহেলগাঁওয়ে ঘটা হামলার পর এদিন নিজেদের বাড়ি ফিরেছে ১১ বছরের জেইনাব ও ৮ বছরের জেনিশ। তারা উভয়েই পাকিস্তানের সিন্ধ প্রদেশের বাসিন্দা। নয়াদিল্লিতে মায়ের সঙ্গে ঘুরতে এসেছিলেন দিদিমার বাড়িতে। কিন্তু এক সঙ্গে ঘুরতে এলেও, বাড়ি ফেরার সময় তাদের যেতে হল একাই। সীমানা অবধি এগিয়ে দিলেন মা। যার জেরে ‘মন ভেঙেছে’ ওই দুই খুদের। চোখে জল নিয়ে বাড়ি ফিরেছে তারা।
কিন্তু তাদের মা কেন ফিরলেন না? ওই দুই শিশুর পরিবার সূত্রে খবর, তাদের মা ভারতীয়। তাই এবার আর বাড়ি হল না তার। এই মর্মে ১১ বছরের জেইনাব সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, ‘দিল্লিতে নানির (পড়ুন দিদিমা) বাড়িতে ঘুরতে এসেছিলাম। কিন্তু আমরা এখন মাকে ছাড়াই ফিরে যাচ্ছি। মা তো ভারতীয়, আমরা পাকিস্তানি। আমি অনেকবার বললাম, আমাদের সঙ্গে ফিরতে। কিন্তু মা আমাদের বলেছে, সরকার যেতে দেবে না।’

