‘বিশ্বের করোনা যুদ্ধে ভারতই সেনাপতি’, ঢালাও প্রশংসা রাষ্ট্রসঙ্ঘের

টুইটে তিরুমূর্তি (TS Tirumurti) লিখেছেন, গুত্তারেস (Antonio Guttares) ১৭ ফেব্রুয়ারির চিঠিতে ভারতকে বিশ্বের করোনা (COVID) যুদ্ধে সেনাপতির তকমা দিয়েছেন।

'বিশ্বের করোনা যুদ্ধে ভারতই সেনাপতি', ঢালাও প্রশংসা রাষ্ট্রসঙ্ঘের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Feb 21, 2021 | 6:11 PM

জেনেভা: বিশ্বের একাধিক দেশে করোনা টিকা রফতানি করছে ভারত (India)। আগেই ‘ভ্যাকসিন মৈত্রী’র মাধ্যমে প্রতিবেশী দেশগুলিতে বিনামূল্যে করোনা টিকা পাঠিয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট। করোনা যুদ্ধে ভারতের এই পদক্ষেপের ঢালাও প্রশংসা করল রাষ্ট্রসঙ্ঘ (United Nation)। রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি টুইটে জানিয়েছেন, শান্তিরক্ষীদের করোনা টিকা পাঠানোর জন্য রাষ্ট্রসঙ্ঘের প্রধান অ্যান্টনিও গুত্তারেস ১৭ ফেব্রুয়ারি ভারতের প্রতি তাঁর ব্যক্তিগত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

টুইটে তিরুমূর্তি লিখেছেন, গুত্তারেস ১৭ ফেব্রুয়ারির চিঠিতে ভারতকে বিশ্বের করোনা যুদ্ধে সেনাপতির তকমা দিয়েছেন। গুত্তারেসের চিঠিতে জানিয়েছেন, ভারত করোনা যুদ্ধে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ওষুধ, ভেন্টিলেটর, কিট-সহ একাধিক সামগ্রী রফতানি করেছে। কোভ্যাক্স চুক্তিবদ্ধ দেশেও করোনা যুদ্ধের সামগ্রী রফতানি করেছে। তাতে সারা বিশ্বে করোনা যুদ্ধ সহজ হয়েছে। বুধবারই রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষীদের জন্য ২ লক্ষ করোনা টিকা পাঠিয়েছে ভারত। যা নিয়ে প্রশংসার ঝড় উঠেছে সারা বিশ্বে।

ভারতের করোনা টিকা ইতিমধ্যেই পৌঁছেছে বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, নেপাল-সহ একাধিক দেশে। খোদ সেরামকর্তা আদর পুনাওয়ালা জানিয়েছিলেন, বিশ্বের একাধিক দেশের কাছ থেকে করোনা টিকার বরাত তারা পেয়েছেন। সেই মতো একাধিক দেশে করোনা টিকা পৌঁছেছে। যেসব দেশে করোনা টিকা এখনও পৌঁছয়নি, তাদের টিকার জন্য অপেক্ষা করতে বলেছেন পুনাওয়ালা। প্রসঙ্গত, ভারতে এ পর্যন্ত করোনা টিকা পেয়েছেন ১ কোটি ১০ লক্ষেরও বেশি মানুষ।

আরও পড়ুন: টলোমলো পুদুচেরি সরকার, আস্থাভোটের আগেই পদত্যাগ আরও ২ বিধায়কের