AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাকা-ভাইঝির লাগামছাড়া প্রেম, রেললাইনে ধারে যে অবস্থায় দেখা গেল…উপচে পড়ল ভিড়

Suicide: কোচিংয়ে যাওয়ার নাম করে ওই যুবক-যুবতী দেখা করত। কিন্তু পরিবারে জানাজানি হয়ে যায়। দুই পরিবারের তরফেই আপত্তি তোলা হয় তাঁদের সম্পর্ক নিয়ে। কিন্তু যুগলও নাছোড়।

কাকা-ভাইঝির লাগামছাড়া প্রেম, রেললাইনে ধারে যে অবস্থায় দেখা গেল...উপচে পড়ল ভিড়
প্রতীকী চিত্রImage Credit: Freepik
| Updated on: Jun 28, 2024 | 7:13 PM
Share

লখনউ: প্রেম যেমন বয়সের বাধা মানে না, তেমনই সম্পর্কের জটিল হিসাবও মানে না। এই অনুভূতি প্রেমিক-প্রেমিকা বোধ করলেও, তাদের পরিবার কি সেই যুক্তি মানে? ভাইঝির প্রেমে পড়েছিলেন কাকা। চেয়েছিলেন বিয়ে করতে। কিন্তু পরিবারের কেউ মানেনি। চেয়েছিলেন তাদের আলাদা করে দিতে। পরিবারের সদস্যদের রাজি করাতে না পেরেই শেষে চরম সিদ্ধান্ত নিল যুগল। একসঙ্গে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তাঁরা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের জালাউন জেলায়। বৃহস্পতিবার ভোরে কোতোয়ালি এলাকার ঝাঁসি-কানপুর রেললাইনের ছাউঙ্ক এবং উসারগাঁওয়ের মাঝে রেললাইন থেকে যুগলের ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে ওই কাটা দেহ দেখতে পান। এরপর খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এরপর দেহ শনাক্ত করে পরিবারে খবর দেওয়া হয়। তদন্তে জানা যায়, জালাউনের কোতোয়ালি এলাকার বাসিন্দা মণীশ আহিরওয়ার তাঁর ভাইঝির প্রেমে পড়েছিলেন। বছর বাইশের ওই যুবক তাঁর মামাবাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানেই তাঁর মামার নাতনি, দীক্ষা গৌতমের (১৯) প্রেমে পড়েন। তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে।

কোচিংয়ে যাওয়ার নাম করে ওই যুবক-যুবতী দেখা করত। কিন্তু পরিবারে জানাজানি হয়ে যায়। দুই পরিবারের তরফেই আপত্তি তোলা হয় তাঁদের সম্পর্ক নিয়ে। কিন্তু যুগলও নাছোড়। হাজার চেষ্টা করেও যখন তাঁরা পরিবারের সদস্যদের রাজি করাতে পারেনি, তখন তাঁরা পালিয়ে যায়। বুধবার সারাদিন একসঙ্গে থাকার পর বৃহস্পতিবার ভোরে ট্রেন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ওই যুগল।