Nitish Kumar: নীতীশ কিন্তু নিয়েই ছাড়লেন মোদীর থেকে, বিহারকে ঢেলে দিলেন সীতারামন…
Union Budget 2024: এদিন কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হয়েছে, সড়ক পরিবহণের গতি আরও বাড়াতে পাটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে, বক্সার-ভাগলপুর এক্সপ্রেসওয়ে হচ্ছে। বোধগয়া-রাজগীর-বৈশালী-দ্বারভাঙাও পাবে সড়কের নয়া দিশা। বক্সারে দু' লেন ব্রিজ হবে গঙ্গার উপর।
নয়াদিল্লি: বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হোক, চেয়েছিল নীতীশ কুমারের জেডিইউ। সে ‘আবদার’ রাখতে পারেনি কেন্দ্র। পত্রপাঠ সে আর্জি খারিজ করে দেওয়া হয়। তবে নীতীশের রাজ্যকে হতাশ করল না কেন্দ্রের বাজেট। বলা ভাল, নীতীশ কুমার শাসক-জোটে থাকার ফয়দা তুলেই ছাড়লেন। বিহারের উন্নয়নে ঢালাও ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ে, ঝুলিতে একের পর এক প্রকল্প। বিহারের উন্নয়নে বিশেষ বরাদ্দ বাজেটে।
এদিন কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হয়েছে, সড়ক পরিবহণের গতি আরও বাড়াতে পাটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে, বক্সার-ভাগলপুর এক্সপ্রেসওয়ে হচ্ছে। বোধগয়া-রাজগীর-বৈশালী-দ্বারভাঙাও পাবে সড়কের নয়া দিশা। বক্সারে দু’ লেন ব্রিজ হবে গঙ্গার উপর। বিহারের রাস্তা, বিদ্যুতের জন্য ৪৭ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কাশীর ধাঁচে হবে গয়া, বুদ্ধগয়ায় মন্দির-করিডর। রাজগীর-নালন্দাতেও উন্নয়নের কাজ হবে।
#Budget2024 | FM Nirmala Sitharaman says, “On the Amritsar-Kolkata industrial corridor we will support the development of an industrial nod at Gaya in Bihar. It will catalyse the development of the easter region. We will also support the development of road connectivity projects-… pic.twitter.com/ifc7t81YJs
— ANI (@ANI) July 23, 2024
সড়কপথ, গঙ্গার উপর ব্রিজেই শেষ নয়। এনডিএ সরকার তাদের এবারের বাজেটে বিহারে নতুন বিমানবন্দরও দিচ্ছে। সঙ্গে মেডিক্যাল কলেজ। খেলাধূলার ক্ষেত্রে বিশেষ পরিকাঠামোগত সুবিধাও পাবে এ রাজ্য। ৫০ হাজার কোটির রাস্তা, বিমানবন্দর,পাওয়ার প্ল্যান্ট, ঢেলে দিচ্ছে বিহারকে। বন্যা প্রতিরোধে বিহার পেল ১১ হাজার ৫০০ কোটি টাকা।