
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারত-পাকিস্তানের উত্তপ্ত সম্পর্কের আবহে এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, পহেলগাঁও হামলার পর তিন সেনার প্রস্তুতি কী রকম, তা নিয়ে প্রধানমন্ত্রীকে রিপোর্ট জমা দিতেই গিয়েছেন রাজনাথ সিং। এই রিপোর্টের ভিত্তিতেই কেন্দ্র বড় কোনও পদক্ষেপ করতে পারে।
রবিবারই চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, প্রতিরক্ষা সংক্রান্ত প্রস্তুতি, সীমান্তে সেনাবাহিনীর ক্ষমতা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। পহেলগাঁওয়ের হামলার পর পাকিস্তানকে কীভাবে জবাব দেবে, তা নিয়েই পরিকল্পনা করছে সরকার। গতকালের বৈঠকের নির্যাসই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রিপোর্ট আকারে পেশ করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
প্রসঙ্গত, ২২ এপ্রিল পগেলগাঁওয়ের বৈসরনে বেছে বেছে ২৬ জন হিন্দু পর্যটককে নিধন করে জঙ্গিরা। এর পরেই অ্যাকশন মোডে সেনা-প্রশাসন। উপত্যকায় সেনা বাড়ানো হয়েছে। নৌসেনা ও বায়ুসেনার তরফেও লাগাতার মহড়া দেওয়া হচ্ছে।
দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও অবনতি হয়েছে। স্থগিত করা হয়েছে সিন্ধু জল চুক্তি। পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করে হয়েছে। বন্ধ সীমান্তও।