নয়া দিল্লি : দেশে ক্রমেই আরও প্রকট হচ্ছে করোনা পরিস্থিতি (COVID 19 Situation in India)। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রনের (Omicron Variant) সংক্রমণও। যে কোনও মুহূর্তে দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ (Third wave of India)। এই পরিস্থিতিতে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে জনস্বাস্থ্য পরিষেবার প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক সারলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Union Health Minister Mansukh Mandaviya)। সেই সঙ্গে দেশে করোনা টিকাকরণের প্রক্রিয়া নিয়েও একাধিক ইস্যুতে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেন তিনি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, “আমরা এর আগেও কোভিডের বিরুদ্ধে জোরদার লড়াই করেছি। আগের লড়াইয়ের থেকে আমরা যে শিক্ষা পেয়েছি, তা ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের কাজে লাগানো উচিত।” এর পাশাপাশি চিকিৎসা পরিকাঠামোর ক্ষেত্রে যে প্রতিকূল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, তা নিয়েও আজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ইসিআরপি-২-এর অধীনস্ত তহবিলগুলিকে আরও ভালভাবে যাতে কাজে লাগানো হয়, রাজ্যগুলিকে সেই দিকেও নজর দেওয়ার জন্য বলেছেন তিনি৷
आज सभी राज्यों व UTs के स्वास्थ्य मंत्रियों के साथ देश में कोरोना की स्थिति, ऑमिक्रान, टीकाकरण, हेल्थ इंफ्रास्ट्रक्चर, बच्चों के टीकाकरण, ऑक्सिजन समेत हर पहलू पर विस्तार से चर्चा की।
मेरा विश्वास है की PM @NarendraModi जी के नेतृत्व में कोरोना से लड़ाई में हम सब मिलकर काम करेंगे pic.twitter.com/v8cq5oxqHe
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) January 2, 2022
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কো-উইনের মাধ্যমে জেলাভিত্তিক ভ্যাকসিনের ডোজগুলির প্রয়োজনীয়তার বিষয়টি শেয়ার করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে করোনার বিরুদ্ধে আমাদের সম্মিলিত লড়াইয়ে করোনা পরীক্ষা, ট্র্যাকিং, চিকিৎসা, টিকাকরণ এবং কোভিড আচরণবিধি মেনে চলার উপর আরও জোর দেওয়ার কথা বলা হয়েছে বৈঠকে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৫৫৩ হয়েছে। গতকাল সেই সংখ্যাটা ছিল ২২ হাজার ৭৭৫ জন। একদিনে করোনার বলি হয়েছেন ২৮৪ জন। দেশে ৯ হাজার ২৪৯ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫৬১ জন করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন।
সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশের ওমিক্রন গ্রাফেও। একলাফে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২৫ দাঁড়িয়েছে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৪ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। পাশাপাশি দেশে সুস্থ হয়ে উঠেছে ওমিক্রন থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। ২৪ ঘণ্টায় ৭২ জন সুস্থ হয়ে উঠেছেন।